আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা, বিরাট কোহলিরা যা পারেননি, সেটা করে দেখালেন স্মৃতি মান্ধানারা। শুক্রবার মেয়েদের বর্ষসেরা দল ঘোষণা করে আইসিসি। সেই দলে জায়গা পান ভারতের দুই মহিলা ক্রিকেটার। সেরা দলে রয়েছেন স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মা। ২০২৪ সালে মেয়েদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী হন স্মৃতি। ১৩ ম্যাচে ৭৪৭ রান করেন। দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে একদিনের ক্রিকেটে আইসিসির সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন মান্ধানা। অন্যদিকে অলরাউন্ডার হিসেবে অনবদ্য দীপ্তি শর্মা। বলের পাশাপাশি ব্যাট হাতেও সফল। ১৩ ম্যাচে ১৮৬ রানের পাশাপাশি ১৩ উইকেট নেন।
দু'জন ভারতীয় ক্রিকেটার ছাড়াও দলে রয়েছে তিনজন ইংল্যান্ডের ক্রিকেটার, দু'জন অস্ট্রেলিয়ার ক্রিকেটার, দু'জন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার, একজন শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। দলের অধিনায়ক লরা উলভার্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচে শতরান করেন স্মৃতি। সেঞ্চুরির হ্যাটট্রিকের থেকে মাত্র ১০ রান দূরে থামেন। তৃতীয় ম্যাচে ৯০ করেন। মোট রান ৩৪৩। সিরিজ সেরা হন স্মৃতি। অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো একদিনের ম্যাচে রান না পেলেও তৃতীয় ম্যাচে শতরান করেন। এর ফলে মিতালি রাজকে টপকে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড করেন স্মৃতি। অস্ট্রেলিয়া সফরেও পারথে শতরান করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল খেলেন দীপ্তিও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচে দুটো করে উইকেট নেন। ব্যাট হাতেও একটি ম্যাচে রান পান ভারতীয় অলরাউন্ডার। নিউজিল্যান্ড সিরিজেও নজর কাড়েন। এর ফলে আইসিসির বর্ষসেরা দলে স্থান হয় দুই ভারতীয় মহিলা ক্রিকেটারের। তবে আইসিসি বর্ষসেরা ছেলেদের দলে নেই কোনও ভারতীয় ক্রিকেটার।
