আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে আবার বিতর্ক। এবার পতাকা নিয়ে। পাকিস্তানের ন্যাশনাল স্টেডিয়ামের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ভারতের পতাকা ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী সব দলের পতাকা আছে। করাচির এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ হয়ে গিয়েছে। ক্রিকেট ভক্তরা সেটা শেয়ার করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রধান ভেন্যুতে ভারতের পতাকা না থাকায় অবাক হয়েছে অধিকাংশ। সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছে। ফ্যানরা নিজেরাই ধরে নিয়েছে, টিম ইন্ডিয়া তাঁদের সব ম্যাচ দুবাইয়ে খেলায় ভারতের পতাকা ন্যাশনাল স্টেডিয়ামে রাখা হয়নি। করাচি স্টেডিয়ামে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, পাকিস্তান এবং ইংল্যান্ডের ম্যাচ আছে। তবে কয়েকদিন আগে ভারতীয় দলের জার্সিতে পাকিস্তানের লোগো না থাকায় প্রতিবাদ জানানো হয়েছিল। পাকিস্তানের লোগো বসাতে বাধ্য করে আইসিসি। জানানো হয়, আয়োজক দেশের নাম জার্সিতে থাকা বাধ্যতামূলক। এবার আইসিসি কি কোনও পদক্ষেপ নেবে? পাকিস্তানের মাটিতে না খেললেও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে অন্যতম ভারত। 

১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির মার্কি ইভেন্টের দু'দিন আগে এই ভিডিও শোরগোল ফেলেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড কেন এমন করল, কেউ বুঝতে পারছে না। সেই নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। ভারতীয় দল পাকিস্তানে খেলতে যেতে রাজি না হওয়ায়, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি করতে বাধ্য হয় পিসিবি। যার ফলে ভারতের সব ম্যাচ দুবাইয়ে খেলা হবে। টিম ইন্ডিয়া সেমিফাইনাল এবং ফাইনালে উঠলে, এই দুটো ম্যাচও দুবাইতেই হবে। একইভাবে ভবিষ্যতে ভারতে অনুষ্ঠিত আইসিসি ইভেন্টে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে পাকিস্তান। ভারতে খেলতে আসবে না বাবর আজমরাও।