আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর থেকেই তার ফাইনাল হচ্ছে ইংল্যান্ডে। এবারেও লর্ডসে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এর আগে ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ড (২০২১) এবং অস্ট্রেলিয়া (২০২৩)  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। কিন্তু দু'বারই ফাইনালে হেরে গেছে ভারত। এবার দক্ষিণ আফ্রিকা ইতিহাস গড়ে তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে।

ফাইনাল শেষের পর ২০ জুন থেকে ভারত ইংল্যান্ড সিরিজের মাধ্যমে পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে। কিন্তু তার আগে আইসিসির কাছে বিরাট ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট বোর্ড। এক রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ইংল্যান্ড ছাড়া অন্য কোথাও স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা কম।

এর আগে ২০২৩ সালে ফাইনাল জয়ী অধিনায়ক প্যাট কামিন্স এবং ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ফাইনালের ভেন্যু পরিবর্তনের পক্ষে সওয়াল করেছিলেন। ওই রিপোর্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) ইতিমধ্যেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ECB) জানিয়েছে যে, পরবর্তী তিনটি চক্রের ফাইনালও ইংল্যান্ডেই আয়োজন করার ইচ্ছা রয়েছে তাদের।

ভারত একাধিকবার এই ফাইনাল ভারতে আয়োজন করার প্রস্তাব দিয়েছে। তবে ২০২৭, ২০২৯ এবং ২০৩১ সালের ফাইনালও ইংল্যান্ডেই অনুষ্ঠিত হবে বলে অনুমোদন পেতে চলেছে। এমনটাই বলা হয়েছে রিপোর্টে। এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জুলাই মাসে সিঙ্গাপুরে আইসিসির বার্ষিক সম্মেলনে ঘোষণা করা হতে পারে।

প্রসঙ্গত, লর্ডসে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালের চতুর্থ দিনে প্রবেশের আগে, জয়ের পথে শক্তপোক্ত অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার দেওয়া ২৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে, তৃতীয় দিনের খেলা শেষের সময়ে প্রোটিয়ারা পৌঁছে যায় দুটি উইকেট হারিয়ে ২১৩ রানে। এডেন মার্করামের দুর্দান্ত সেঞ্চুরি এবং অধিনায়ক টেম্বা বাভুমার অনবদ্য অর্ধশতরানের উপর ভর করে তাঁদের ১৪৩ রানের জুটি দলকে ফাইনাল জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।