আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শেষের পরেই একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, এই সিরিজে বাকি দুই প্রতিপক্ষ হিসেবে ভাবা হচ্ছে ভারত এবং পাকিস্তানের নাম। সেক্ষেত্রে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই ফের দুই হেভিওয়েট দলের দ্বৈরথ দেখতে পাবে ক্রিকেটবিশ্ব। চলতি চ্যাম্পিন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। তারপর ত্রিদেশীয় সিরিজ নিয়ে সরকারি ঘোষণা করতে পারে বিসিবি।
সূত্রের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ এই সিরিজের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ভারত ও পাকিস্তানের নাম ভাবছেন। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে কোনও নিশ্চয়তা দেয়নি এই সিরিজে অংশগ্রহণ করার বিষয়ে। প্রসঙ্গত, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের শুরুটা একেবারেই ভাল হয়নি। গত ২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের কাছে ছ’উইকেটের ব্যবধানে পরাজিত হয় টাইগাররা।
এক প্রতিবেদনে জানা গিয়েছে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাংলাদেশ একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। তিনটি দল হতে পারে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান’। তবে, বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে সিরিজে অংশগ্রহণের ব্যাপারে কোনও সিদ্ধান্ত জানায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইপিএল রয়েছে। সেক্ষেত্রে, বিসিসিআই ২০ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলকে বেশি গুরুত্ব দিতে পারে।
কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। এর আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়া ভারত ও পাকিস্তানকে একত্রে আয়োজিত সিরিজে অংশগ্রহণের প্রস্তাব দিয়েছিল। তবে, ভারত ও পাকিস্তান সাধারণত এশিয়া কাপ ও আইসিসি টুর্নামেন্ট ছাড়া দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না। ফলে, বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ হওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
