আজকাল ওয়েবডেস্ক: মরুশহরে বর্ষালেন বরুণ চক্রবর্তী! কিউয়িদের মাটি ধরিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মারও কি মাথাব্যথার কারণ হয়ে উঠলেন না এই রহস্য স্পিনার? 

উঠলেন তো বেটই! নইলে ম্যাচ জেতার পরে রোহিত কেন একথা বলবেন! 

চ্যাম্পিয়ন্স ট্রফির তিন-তিনটি ম্যাচ খেলে ফেলল ভারত। তিনটি ম্যাচেই জিতল টিম ইন্ডিয়া। গ্রুপেরও সেরা হল ভারত। হর্ষিত রানার জায়গায় প্রথম একাদশে এদিন জায়গা পেয়েছিলেন বরুণ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় অনেকেই গুরু গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে ক্ষিপ্ত ছিলেন। এক নাইট তারকার পরিবর্তে আরও এক নাইট তারকা কেন? এমন প্রশ্নের উত্তর খুঁজছিল সোশ্যাল মিডিয়া। অর্শদীপ সিংয়ের জন্য তদ্বির করছিলেন ভক্তরা। 

বরুণ চক্রবর্তী পাচ উইকেট নিয়ে নিন্দুকদের মুখ বন্ধ করে দিলেন। বুঝিয়ে দিলেন আইপিএলের পৃথিবীতেই তিনি শুধু ম্যাচ উইনার নন। তিনি আন্তর্জাতিক ম্যাচেরও ফলাফল গড়ে দিতে পারেন। 

দিনান্তে রোহিত বললেন, ''বরুণ বৈচিত্র্য নিয়ে এসেছে, এই বিষয়ে কোনও সন্দেহই নেই। বরুণ কী করে, সেটাই আমরা দেখতে চেয়েছিলাম। কিন্তু বরুণ প্রমাণ করে দিল ও অনেক কিছু দিতে পারে।'' 

এদিন চার স্পিনার নিয়ে ভারত খেলতে নামায় অনেকেই ভ্রু কুঞ্চিত হয়েছিল। কিন্তু দিনের শেষে খেটে যায় ভারতের এহেন সিদ্ধান্ত। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সামনে ভারত। শেষ চারের এই লড়াইয়ের আগে ভারতের টিম ম্যানেজমেন্টের মাথাব্যথা হল বরুণকে নিয়ে। অজিদের বিরুদ্ধে কেমন হবে ভারতের প্রথম একাদশ? রোহিত বললেন, ''পরের ম্যাচে দল নির্বাচনের আগে আমাদের ভাবতে হবে। বলতে পারেন মাথাব্যথা বাড়ল আমাদের। তবে আজ বরুণ দুর্দান্ত বল করেছে। ওর বল ভাল করে কেউ বুঝতেই পারেনি।''

রোহিতের বক্তব্যের আগে ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বলেছিলেন, ''বরুণ সেমিফাইনালের জন্য নিজের জায়গা পাকা করে ফেলল। ভারতের থিঙ্ক ট্যাঙ্কের মাথাব্যথা বেড়ে গেল কয়েকগুণ।''