আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি ম্যাচ খেলে ফেলল ভারত। অথচ অর্শদীপ সিংয়ের জায়গা হল না দলে। 

অনেকেই ধরে নিয়েছিলেন, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মহম্মদ সামিকে বিশ্রাম দিয়ে অর্শদীপ সিংকে খেলানো হবে। 

কিন্তু আসল সময়ে দেখা গেল অর্শদীপের জায়গা সেই ডাগ আউট। কিউয়িদের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে এসেছেন বরুণ চক্রবর্তী। হর্ষিত রানার জায়গায় তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। 

ভরাতের টিম ম্যানেজমেন্টের এহেন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ক্রিকেটভক্তরা। 

সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। এক ভক্ত লিখেছেন, ''চার স্পিনার নিয়ে খেলছে ভারত। জাদেজা, অক্ষর, কুলদীপ এবং বরুণ। এই টুর্নামেন্টে এখনও একটা ম্যাচও পেল না অর্শদীপ।''

আরেক ভক্ত লিখেছেন, ''এক কেকেআর তারকার পরিবর্তে আরেক কেকেআর তারকা। তবুও অর্শদীপ সুযোগ পেল না। লজ্জার ব্যাপার গৌতম গম্ভীর।'' 

সোশ্যাল মিডিয়ায় এক ক্রিকেটপ্রেমী লিখেছেন, ''ভেবেছিলাম সামিকে বিশ্রাম দেওয়া হবে। অর্শদীপকে সুযোগ দেওয়া হবে। নক আউটের আগে সামির সেরা ফর্মে ফেরা দরকার।''

আরেক ভারত সমর্থক লিখেছেন, ''সামির চোট রয়েছে। ওর পরিবর্তে অর্শদীপকে খেলানো যেত। নক আউটে দ্বিতীয় একজন সিমারের দরকার। কিন্তু আরেক কেকেআর প্লেয়ার সুযোগ পেয়ে গেল।'' 

ম্যাচের আগে জাহির খানও কিন্তু অর্শদীপের কথা বলেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন সামির পা অস্বস্তি বাড়িয়েছিল। নক আউটের আগে অর্শদীপকে একবার দেখে নেওয়ার পক্ষে ছিলেন অনেকেই। কিন্তু টিম ম্যানেজমেন্টের চিন্তাভাবনা অন্য।