আজকাল ওয়েবডেস্ক: টস হেরেই চলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টানা ১৩টি ওয়ানডে ম্যাচে টস হারল ভারত।
টস হারার পর ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান, টস জিতলেও আগে ব্যাটিংই নিতেন। তারা। শুরুতেই টপ অর্ডারের তিন তারকা ব্যাটারকে খোয়ায় ভারত। ভারত-নিউ জিল্যান্ড ম্যাচ শেষ হতে ঢের দেরি। তবে ভারত অধিনায়ক অযাচিত এক রেকর্ড করে বসে রয়েছেন।
ওয়ানডে ফরম্যাটে রোহিত শর্মার থেকে বেশি ম্যাচে টানা টস হেরেছেন কেবল দু'জন অধিনায়ক। ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯ সালের মে পর্যন্ত টানা ১২টি ওয়ানডেতে টস জিততে পারেননি ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন ব্রায়ান চার্লস লারা।
২০১১ সালের মে থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত টানা ১১টি ওয়ানডেতে টস হেরে বসেন নেদারল্যান্ডসের পিটার বোরেন।
২০২৩ বিশ্বকাপের সেমি ফাইনালের পর আর ওয়ানডেতে টস জিততে পারেনি ভারত। এই সময়ে ১৩টি ম্যাচে টস হারলেও সবগুলো ম্যাচেই যে রোহিত শর্মা অধিনায়ক ছিলেন তা নয়। ১০টি ম্যাচে নেতৃত্বের আর্মব্যান্ড ছিল রোহিতের হাতে। তিনটি ম্যাচে ক্যাপ্টেন ছিলেন লোকেশ রাহুল।
