আজকাল ওয়েবডেস্ক: নাগপুরে জিতে কটকে এসেছে ভারত। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতীয় দলে জোড়া পরিবর্তন। বিরাট কোহলি দলে ঢুকবেন সবারই জানা ছিল। সেই মতোই কোহলি প্রথম একাদশে ফিরলেন। কিন্তু কোহলি দলে ফিরলে বসবেন কে?
তা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ছিল টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়ালকে বিশ্রাম দেওয়া হল। কারণ গত ম্যাচে শেষ মুহূর্তে বিরাটের জায়গায় খেলা শ্রেয়স আইয়ারকে বসানোর কোনও প্রশ্নই নেই। প্রথম ওয়ানডে ম্যাচে চাপের মুখে পালটা আক্রমণের রাস্তা নিয়েছিলেন শ্রেয়স আইয়ারই। সেই কারণে ওপেনার যশস্বী জয়সওয়ালকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে বরুণ চক্রবর্তীর ওয়ানডে অভিষেক ঘটেছে। কুলদীপ যাদবকে বিশ্রাম দিয়ে বরুণ চক্রবর্তীকে সুযোগ দেওয়া হয়েছে।
প্রথম ম্যাচ ভারত জিতে নেওয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে চাপে রয়েছে ইংল্যান্ড। কটকে কি সমতা ফেরাতে পারবেন বাটলাররা? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। ইংল্যান্ডের দলে আবার তিনটি পরিবর্তন আনা হয়েছে। উড, অ্যাটকিনসন ও ওভারটন দলে ঢুকেছেন।
বিরাট কোহলির সঙ্গে সঙ্গে কিন্তু রোহিত শর্মার দিকেও নজর থাকবে সবার। কারণ রোহিত শর্মা প্রথম ওয়ানডে ম্যাচে রান পাননি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোহলি দুটো ম্যাচ হাতে পাচ্ছেন। গোটা দেশের নজরে এখন কোহলি ও রোহিত।
