আজকাল ওয়েবডেস্ক: টম ব্যানটনকে ফেরালেন কুলদীপ যাদব। কুলদীপের ডেলিভারি অনেকটা ঘোরে। ব্যানটনের খোঁচা তালুবন্দি করেন লোকেশ রাহুল। আম্পায়ার তৎক্ষণাৎ আউট দিয়ে দেন। কিন্তু ব্যানটন রিভিউ নেন। আর এই রিভিউ নেওয়া দেখে রেগে যান ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। ধারাভাষ্যের মাঝে বলে ওঠেন, ''তুমি কি সিরিয়াস? বল তোমার ব্যাটে লেগেছে, তাও তুমি রিভিউ নাও কী করে? এটা আন্তর্জাতিক ক্রিকেট। স্কুল ক্রিকেট নয়। গাভাসকর প্রশ্ন তোলেন বল ব্যাটে লাগছে অথচ ব্যাটসম্যান বুঝতে পারছে না, এটা হয় নাকি?'' 

ইংল্যান্ড ভারতের পাহাড়প্রমাণ রান তাড়া করছে। আহমেদাবাদে ৩৫৬ রান করেছে ভারত। শুভমান গিল সেঞ্চুরি হাঁকান। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারও রান পেয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের ব্যাটাররা রানে ফিরলেন। স্বস্তি ফিরল ভারতের সাজঘরে। 

এই ইংল্যান্ড কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি। আহমেদাবাদে নামার আগেই ওয়ানডে সিরিজ হেরে গিয়েছিল। তৃতীয় ওয়ানডে ম্যাচ ছিল নিয়মরক্ষার। তার আগে টি-টোয়েন্টি সিরিজেও ভারতের কাছে হার মানতে হয়েছিল ইংল্যান্ডকে।