আজকাল ওয়েবডেস্ক: এজবাস্টন টেস্টে খেলবেন বুমরা? সম্ভাবনা যে একেবারেই নেই সে কথা বলা যাচ্ছে না। যদিও এজবাস্টনে এসে শুক্রবারই প্রথম অনুশীলন করল ভারত। তবে তা হল ক্লোজড ডোর।
 
 ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার অনুশীলনে উপস্থিত ছিলেন বুমরা। তবে বোলিং বা ব্যাটিং অনুশীলন করতে দেখা যায়নি তাঁকে। প্রায় পাঁচ ঘণ্টা অনুশীলন করে ভারতীয় দল। সূত্রের খবর, ফিটনেস ড্রিলে অংশ নিয়েছিলেন বুমরা।
 
 সিরাজ, কৃষ্ণারা নেটে বল করেছেন বলে জানা গেছে। তবে দীর্ঘক্ষণ নাকি বল করতে দেখা গেছে অর্শদীপ সিং ও আকাশ দীপকে। প্রতিবেদন অনুযায়ী, অর্শদীপকে পুরনো বলেই বেশি বল করতে দেখা গেছে। নেটে ডানহাতিদের উদ্দেশেই বল করেছেন অর্শদীপ। রিভার্স সুইংয়ের কথা ভেবেই সম্ভবত অর্শদীপকে নেটে পুরনো বলে ব্যবহার করা হল বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।
 
 হেডিংলিতে হারলেও ভারতীয় দল অবশ্য এখনই ভেঙে পড়ছে না। জিততে না পারলেও ব্যাটিং বেশ ভাল হয়েছে। মূলত টপ ও মিডল অর্ডার। ২ জুলাই থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। 
 
 এখন প্রশ্ন বুমরা খেলবেন কিনা দ্বিতীয় টেস্টে? আগে মোটামুটি ঠিক ছিল বুমরা প্রথম, তৃতীয় ও পঞ্চম টেস্ট খেলবেন। কিন্তু প্রথম টেস্টেই হেরে গিয়েছে ভারত। তৃতীয় টেস্ট হবে লর্ডসে। বুমরা কোনওভাবেই লর্ডস টেস্ট মিস করতে চাইবেন না। তাই এখনও অবধি যা খবর তাতে এজবাস্টনে হয়ত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে বুমরাকে খেলানো হবে না। একেবারে লর্ডসেই ফিরবেন বুমরা। তিন টেস্টের পর সিরিজের ফল বুঝে বাকি দুই টেস্টের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। 
