আজকাল ওয়েবডেস্ক: একসময়ে মনে হচ্ছিল পাঁচশোর বেশি রান প্রথম ইনিংসে করে ফেলবে ভারত। কিন্তু পাঁচশোর আগেই থেমে যায় শুভমন গিলের দল। 

৪৭১ রানে ভারতের প্রথম ইনিংস শেষ হওয়ার পরে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড করেছে ৩ উইকেটে ২০৯ রান। এখনও ২৬২ রানে পিছিয়ে ইংরেজরা। 

জশপ্রীত বুমরাহ ছাড়া ভারতীয় বোলারদের মধ্যেই কেউই ছাপ ফেলতে পারেননি। খেলা চলাকালীন মহম্মদ সিরাজের একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়েছে, যা নিয়ে চলছে জোর চর্চা। 

দ্বিতীয় দিনের জন পানের বিরতির সময়ে সিরাজকে দেখা যায় উইকেটের সঙ্গে হেলান দিয়ে রাখা ব্যাট হাতে নিয়ে নাড়াচাড়া করছেন তিনি। এই ব্যাটটি আসলে ওলি পোপের। ইংরেজ ব্যাটার দিনের শেষে ১০০ রানে অপরাজিত রয়েছেন। পোপের ব্যাট পরীক্ষা করে দেখছিলেন সিরাজ। আর সেই মুহূর্তটাই ক্য়ামেরায় বন্দি করা হয়। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। 

ইংল্যান্ডের পিচে পেসাররা সুবিধা পান। বল সুইং করে, সিম মুভমেন্ট হয়। এরকম পিচেও সিরাজ কিন্তু ফায়দা তুলতে পারেননি।