আজকাল ওয়েবডেস্ক: স্যর ডনের দেশে ভারতের বিপর্যয় দেখার পরে  ব্যথিত মহম্মদ সামি। তাঁর কোচ বদরুদ্দিন সিদ্দিকিকে অস্ফুটে বলেছিলেন, ''আমি যদি থাকতাম, তাহলে দেশের জন্য কিছু করতে পারতাম।'' 

চোট সারিয়ে আজ ইডেন গার্ডেন্সে দেশের জার্সিতে প্রত্যাবর্তন ঘটছে সামির। ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেনে 
প্রথম টি-টোয়েন্টির সব আলো শুষে নিয়েছেন একা সামিই। 

ঘরের মাঠে প্রথমে নিউজিল্যান্ড, পরে অস্ট্রেলিয়ায় গিয়ে টিম ইন্ডিয়াকে হারতে হয়েছে। টেস্ট হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারেনি ভারত। টিম ইন্ডিয়ার ব্যর্থতা দেখার পরে তারকা বোলারের চোখ দিয়ে নেমে আসে জলের ধারা। কোনও অবদান রাখতে না পারার যন্ত্রণা তাঁকে দগ্ধ করে। 

অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ হাজির ইডেনে। ভারত-ইংল্যান্ডের দ্বৈরথ হলেও সামি কী করেন, সেই দিকেই তাকিয়ে সবাই।  

পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনালের পরে প্রথম বার দেশের জার্সিতে খেলতে নামছেন সামি। তাঁর কোচ বদরুদ্দিন সিদ্দিকি বলেন, ''সামি এখন একশো শতাংশ ফিট। আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের জন্য পুরোদস্তুর তৈরি। এই মুহূর্তটার জন্যই অপেক্ষায় ছিল সামি। আজ মাঠে সেই পুরনো সামিকেই দেখতে পাবেন আপনারা।''