আজকাল ওয়েবডেস্ক: ইডেন গার্ডেন্সে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খুব সহজেই ভারত হারিয়েছে ইংল্যান্ডকে। কিন্তু তার পরেই বিপর্যয় নেমে এসেছে ভারতের সাজঘরে। চেন্নাইয়ে একটু পরেই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের বল গড়াতে চলেছে। সেই ম্যাচে দু'জন তারকা ক্রিকেটারকে মাঠের বাইরে রেখে খেলতে নামছে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া।
একজন নীতীশ কুমার রেড্ডি। দ্বিতীয় জন রিঙ্কু সিং। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলোয় খেলতেই আর পারবেন না নীতীশ কুমার। অন্য দিকে রিঙ্কু সিং দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে নামতে পারবেন না বলেই খবর। চেন্নাইয়ে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে নামচে ইংল্যান্ড। নীতীশের পরিবর্তে শিবম দুবে দলে ঢুকেছেন।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময়ে রিঙ্কু সিংয়ের কোমরে টান ধরে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে বলা হয়েছে, রিঙ্কু দ্রুত উন্নতি করছে। বিসিসিআই-এর মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন রিঙ্কু। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা প্লেয়ার।
চেন্নাইয়ে অনুশীলনের সময়ে নীতীশের পাঁজরে টান ধরে। এনসিএতে পাঠানো হয়েছে তাঁকে। এদিকে ইডেন ম্যাচের অন্যতম নায়ক অভিষেক শর্মাও দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত বলেই খবর। অনুশীলনে চোট পেয়েছেন তিনি। শুক্রবার চেন্নাইয়ে ক্যাচ অনুশীলনের সময় গোড়ালিতে চোট পান অভিষেক। অভিষেক কি নামবেন শনিবার? দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামার আগে ভারতের চিন্তা বাড়াল চোটআঘাত।
