আজকাল ওয়েবডেস্ক: প্রথম টেস্টে চালকের আসনে ভারত। তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত এগিয়ে ৪৩২ রানে। হাতে এখনও রয়েছে সাত উইকেট। দ্বিতীয় ইনিংসে ভারতের রান এই মুহূর্তে ২০৫/৩। এদিন লাঞ্চ অবধি কোনও উইকেট হারায়নি ভারত। ২২ গজে রীতিমতো রাজত্ব করছেন ঋষভ পন্থ (৮২) ও শুভমান গিল (৮৬)। শতরানের হাতছানি রয়েছে দুই ক্রিকেটারের সামনে। ঋষভ এখনও অবধি মেরেছেন ৯টি চার ও ৩টি ছয়। আর শুভমান মেরেছেন ৭টি চার ও ৩টি ছয়।
চেন্নাই টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ অল আউট হয়ে যায় মাত্র ১৪৯ রানে। ভারতীয় পেসারদের সামনে রীতিমতো হামাগুড়ি দিতে হয়েছে পদ্মাপারের ব্যাটারদের। ফলোঅনের সুযোগ থাকলেও রোহিত দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৮১/৩। ক্রিজে ছিলেন শুভমান গিল (৩৩), ঋষভ পন্থ (১২)। এদিন প্রথম দুই ঘণ্টায় ভারত তুলে ফেলেছে ১২৪ রান। একটিও উইকেট না হারিয়ে। দুই ব্যাটারই যথেষ্ট আক্রমণাত্মক ব্যাটিং করছেন। অঙ্কটা পরিস্কার, দ্রুত আরও কিছুটা রান তুলে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে পাহাড়প্রমাণ লক্ষ্যের সামনে ফেলে দেওয়া। যাতে চাপেই শেষ হয়ে যায় বাংলাদেশ। যা পরিস্থিতি এই টেস্ট পঞ্চম দিন তো নয়ই, চতুর্থ দিনই বা কতক্ষণ গড়ায় তা নিয়েই জল্পনা শুরু হয়েছে।
