আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার বেন অস্টিনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রিকেটে। মাত্র ১৭ বছর বয়সেই চিরতরে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ার এই উঠতি প্রতিভা। মেলবোর্নে নেট সেশনে ব্যাট করার সময় চোট পেয়ে মৃত্যু হয় বেন অস্টিনের।

তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটাররা কালো ব্যাজ পরে মাঠে নামলেন নভি মুম্বইয়ে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে। জানা যায়, ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাবে অনুশীলন করছিলেন বেন।

নেটে ব্যাট করার সময় বোলিং মেশিনের বল লাগে বেনের ঘাড় ও মাথার কাছে। সঙ্গে সঙ্গে তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তাঁকে ভেন্টিলেশনে রাখলেও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয় হাসপাতালের তরফে।

জানা গিয়েছে, নেটে ব্যাট করার বেনের মাথায় হেলমেট পরা থাকলেও ঘাড় রক্ষাকারী গার্ডটি ছিল না। এই দুর্ঘটনা ফের মনে করিয়ে দিয়েছে ২০১৪ সালে অস্ট্রেলিয়ান ব্যাটার ফিল হিউজের মর্মান্তিক মৃত্যুর স্মৃতি।

ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘বেনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণ আমাদের সমগ্র ক্রিকেট সম্প্রদায়ের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা সমবোদনা জানাচ্ছি তাঁর পরিবার জেস, ট্রেসি, কুপার ও জ্যাক, এবং তাঁর বন্ধু ও শুভানুধ্যায়ীদের।’

আরও পড়ুন: ক্ষত না মিটতেই ফের আতঙ্ক, শুক্রবার ভয়ানক বৃষ্টি উত্তরবঙ্গে, কী করবেন পর্যটকরা?

উল্লেখ্য, এদিন নভি মুম্নইয়ে বৃষ্টির লাল চোখ থাকলেও মহিলাদের বিশ্বকাপে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। নভি মুম্বইয়ে হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার শেষ চারের লড়াই। সেখানে যে আবার বৃষ্টির আশঙ্কা প্রবল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ নবি মুম্বইয়ে অনুষ্ঠিত হয়েছিল।

বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচ ভারত খুব সহজেই জিতে নিয়েছিল। ভারত-বাংলাদেশ ম্যাচ ধুয়ে যায় বৃষ্টিতে। সেই মাঠেই আবার হচ্ছে খেলা। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ। হাওয়া অফিস বৃহস্পতিবার সকালেই জারি করেছে হলুদ সতর্কতা।

মুম্বইয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৭টা থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল। তবে ৯টা পর্যন্ত বৃষ্টি নামেনি। এই মুহূর্তে মুম্বইয়ের আকাশ মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রকোপ কমার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস বৃহস্পতিবার সকালেই জারি করেছে হলুদ সতর্কতা। মুম্বইয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৭টা থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল। তবে ৯টা পর্যন্ত বৃষ্টি নামেনি।

এই মুহূর্তে মুম্বইয়ের আকাশ মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রকোপ কমার সম্ভাবনা রয়েছে। ভারতের দলে প্রতীকা রাওয়ালের পরিবর্তে সুযোগ পেয়েছেন শেফালি ভার্মা।

আরও পড়ুন: ভারতের বাজারে খেলা শুরু করল স্টারলিংক, ভয়ে কাঁপছে বাকিরা