আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ড ম্যাচে বরুণ চক্রবর্তীর পাঁচতারা পারফরম্যান্স ছিল। প্রাক্তন ক্রিকেটাররা প্রশংসা করেছিলেন। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মোক্ষম সময়ে বরুণ চক্রবর্তী ধরা দিলেন অন্য অবতারে। 
 
  
 
 এই ম্যাচের বল গড়ানোর আগে থেকে সবাই বলছিলেন ভারতের পথের কাঁটা হতে চলেছেন ট্র্যাভিস হেড। কারণ তিনি যখনই মুখোমুখি হয়েছেন ভারতের, তখনই সংহার মূর্তি ধারণ করেছেন। একক দক্ষতায় ভারতের সাজঘর থেকে ম্যাচ নিয়ে চলে গিয়েছিলেন নিজেদের ক্যাম্পে। 
 
 সেই হেড এদিনই বিধ্বংসী মেজাজে ধরা দিয়েছিলেন। শুরু থেকেই আক্রমণের রাস্তা নিয়েছিলেন। ভারতীয় বোলিংকে শুরু থেকেই আক্রমণ করলে, তারা ব্যাকফুটে চলে যাবে, এই মানসিকতা নিয়ে খেলতে নেমেছিলেন ট্র্যাভিস হেড। 
রোহিত শর্মা আক্রমণে নিয়ে আসেন বরুণ চক্রবর্তীকে। নিজের দ্বিতীয় বলেই বরুণ ফিরিয়ে দেন হেডকে।
রোহিতকে প্রয়োজনীয় ব্রেক এনে দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় বরুণ বন্দনা শুরু হয়ে গিয়েছে। কেউ লিখলেন, বরুণ চক্রবর্তী জাতীয় সম্পদ। কেউ আবার বললেন, ভারতের প্রতিটি মাঠের বাইরে বরুণ চক্রবর্তীর স্ট্যাচু বসানো উচিত। এক ভক্ত লিখলেন, ১.৪ বিলিয়ন ভারতবাসীকে অবসাদের হাত থেকে রক্ষা করলেন বরুণ। হেড ফিরে যাওয়ার পরে স্টিভ স্মিথ একদিক ধরে রাখেন। কিন্তু যত চর্চা বরুণ চক্রবর্তীকে নিয়েই।
