আজকাল ওয়েবডেস্ক: ব্যান্ডেজ বেঁধে বল করছিলেন রবীন্দ্র জাদেজা। আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ তাঁর হাতের ব্যান্ডেজ খুলতে বলেন। কিছুক্ষণ পরেই অবশ্য জাদেজাকে  ব্যান্ডেজ পরে বল করার অনুমতি দেন। 

দুবাইয়ে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ১৯-তম ওভারের ঘটনা। জাদেজা বল করার জন্য তৈরি। তাঁর বাঁ হাতের তালুতে তখন ব্যান্ডেজ বাঁধা। আম্পায়ার থামান জাদেজাকে। হাতের ব্যান্ডেজ খুলে বল করতে বলেন। জাদেজা আম্পায়ারকে জানান তাঁর হাতে চোট রয়েছে। সেই কারণেই হাতে ব্যান্ডেজ বাঁধা। কিন্তু ইলিংওয়ার্থ একগুঁয়ে। তিনি ব্যান্ডেজ খোলার জন্য জাদেজাকে বলেন। সেই সময়ে জাদেজা ও আম্পায়ারের কথোপকথন শোনার জন্য উপস্থিত হন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। জাদেজা ও রোহিত অবশ্য কথা বাড়াননি।

 

?ref_src=twsrc%5Etfw">March 4, 2025

জাদেজা ব্যান্ডেজ খোলার পরই ক্যামেরায় দেখা যায় তাঁর হাত থেকে রক্ত ঝরছে। তা দেখার পরে আম্পায়ার ফের জাদেজাকে ব্যান্ডেজ পরার অনুমতি দেন। ওভারের বাকি বলগুলো জাদেজা অবশ্য ব্যান্ডেজ বেঁধেই করেন।