আজকাল ওয়েবডেস্ক: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে মালয়েশিয়াকে উড়িয়ে দিল ভারত। ৮-১ গোলে জিতল ভারতীয় হকি দল। হ্যাটট্রিক করেন রাজকুমার পাল। জোড়া গোল অরাইজিৎ সিং হুন্ডালের। প্রথম তিনটে কোয়ার্টারে গোল করেন রাজকুমার। প্রথম এবং তৃতীয় কোয়ার্টারে গোল করেন হুন্ডাল। পেনাল্টি কর্নার থেকে গোল করেন যুগরাজ সিং এবং হরমনপ্রীত সিং। ভারতের হয়ে শেষ গোল উত্তম সিংয়ের। টুর্নামেন্টে এটা ভারতের তৃতীয় স্ট্রেট জয়। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম থেকেই ছন্দে আছে ভারতের হকি দল। ইতিমধ্যেই ১৬টি গোল করে ফেলেছে ক্রেগ ফুল্টনের দল। মাত্র দুটো গোল হজম করেছে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য। এই জয়ের ফলে টেবিলে একনম্বরে রয়েছে ভারত।
ম্যাচের প্রথম থেকেই রাশ ছিল ভারতের হাতে। ফাইনাল কোয়ার্টারে কোনও গোল হয়নি। সুখজিৎ কয়েকটা সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি। শেষ কোয়ার্টারের আগেই আট গোল হয়ে যাওয়ায় এদিন দশ গোলের একটা সম্ভাবনা ছিল। সেই লক্ষ্যেই ঝাঁপায় ভারত। আগাগোড়াই দাপট ছিল রাজকুমারদের। মালয়েশিয়া কোনও প্রতিরোধই গড়তে পারেনি। হ্যাটট্রিকের হাতছানি ছিল হুন্ডালের সামনেও। কিন্তু পারেনি। আট গোলেই আটকে থাকল ভারতীয় দল।
