আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শেষ হতেই বাগদান পর্ব সম্পন্ন হয়ে গেল তারকা স্পিনার কুলদীপ যাদবের। কয়েকদিন আগে কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিংয়ের বাগদানের খবর সামনে এসেছিল। এবার এল কুলদীপের পালা।
কুলদীপের হবু স্ত্রী আবার তাঁরই ছেলেবেলার বন্ধু বহ্নিশিখা। লখনউয়ে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয়ে গেল বাগদানের অনুষ্ঠান।
বহ্নিশিখা কানপুরের মেয়ে। তাঁর বাবা কাজ করেন বিমা কোম্পানিতে। ছেলেবেলার বন্ধুত্বই এবার পরিণতি পাচ্ছে বিয়েতে।
যদিও কুলদীপ ও বহ্নিশিখা তাঁদের বাগদানের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি।

অনেকের মতে, কুলদীপের বিয়ে হবে ভারতের ইংল্যান্ড সফরের পরই। ২০২৫ সালের আইপিএলে কুলদীপ ১৪টি ম্যাচ থেকে ১৫টি উইকেট নেন। দিল্লি অবশ্য এবার লিগ টেবিলের পঞ্চম স্থানে শেষ করেছে।
ভারতের ইংল্যান্ড সফরের যে দল ঘোষণা করা হয়েছে, সেই দলে জায়গা পেয়েছেন কুলদীপ। ইংল্যান্ডের কন্ডিশনে চায়নাম্যান বোলার কী করেন, সেটাই দেখার। তবে ইংল্যান্ডে যাওয়ার আগে বন্ধু বহ্নিশিখার সঙ্গে বাগদান পর্ব সম্পন্ন করলেন কুলদীপ।
