আজকাল ওয়েবডেস্ক: আগের দিন লাভলিনা বরগোঁহাই জিতলেও প্যারিস অলিম্পিকে যাত্রা শেষ নিখাত জারিনের। মেয়েদের ৫০ কেজি বিভাগে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন ভারতের তারকা বক্সার। চীনের উ ইয়ুয়ের কাছে ০-৫ এ হেরে যান নিখাত। এদিন জিতলেই পদকের দিকে আরও একধাপ এগিয়ে যেতেন। কিন্তু শুরু থেকেই চাপে পড়ে যান। বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে সুবিধা করতে পারেননি। প্রথম রাউন্ডে ব্যর্থ। দ্বিতীয় রাউন্ডে কিছুটা ফেরার চেষ্টা করেন ভারতীয় বক্সার। কিন্তু তৃতীয় রাউন্ডে আবার পিছিয়ে পড়েন। তিন রাউন্ডের শেষে বিচারকদের পয়েন্টে হারেন নিখাত। তাঁকে কেন্দ্র করে ভারতের পদক জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু নিখাত ছিটকে যাওয়ায় মেয়েদের বক্সিংয়ে একটি নিশ্চিত পদকের আশা শেষ। 

ছেলেদের বক্সিংয়ে পদকের স্বপ্ন দেখাচ্ছেন নিশান্ত দেব। ৭১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতীয় বক্সার। পদকের থেকে একধাপ দূরে। প্রি কোয়ার্টারে ইকুয়েডরের হোসে গ্যাব্রিয়েল রডরিগেজকে হারান তিনি। তিন রাউন্ডের শেষে ৩-২ পয়েন্টে জেতেন। আর একটি ম্যাচ জিতলেই ব্রোঞ্জ নিশ্চিত নিশান্তের। লাভলিনা বরগোঁহাইয়ের পর পদকের স্বপ্ন দেখাচ্ছেন তিনি। এখনও পর্যন্ত তিনটে পদক পেয়েছে ভারত। তিনটে ব্রোঞ্জ। সবকটাই এসেছে শুটিং থেকে। এবার বক্সিংয়ে কি পদকের খাতা খুলতে করবেন লাভলিনা, নিশান্তরা?