আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবলে নতুন অধ্যায়ের শুরুতেই হোঁচট। ভারতের কোচ হিসেবে প্রথম ম্যাচ ড্র করলেন মনোলো মার্কুয়েজ। মঙ্গলবার ইন্টারকন্টিনেন্টাল কাপে মরিসাসের সঙ্গে গোলশূন্য ড্র করল ভারতীয় ফুটবল দল। হায়দরাবাদে ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে অনেকটা নীচে থাকা দলের কাছে আটকে গেল মানোলোর দল। ব়্যাঙ্কিংয়ে ১২৪ নম্বরে রয়েছে ভারত। সেখানে ১৭৯ এ প্রতিপক্ষ। অর্থাৎ ৫৫ ধাপ নীচে। অথচ ঘরের মাঠে জঘন্য ফুটবল খেললে ভারতীয় দল। সুনীল পরবর্তী জমানায় গোলের খাতা খুলতে পারল না কেউই। হায়দরাবাদে বিপুল সমর্থকদের উপস্থিতি কাজে লাগল না। আটকে গেল মেন ইন ব্লু। বল দখল ভারতের পক্ষেই ছিল। কিন্তু গোটা ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি কোনও দলই। 

ফিফা বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের তৃতীয় রাউন্ডে না যেতে পারার ব্যর্থতা ঝেড়ে ফেলে এদিন নেমেছিল ভারতীয় ফুটবল দল। ইগর স্টিমাচ যুগকে পেছনে ফেলে নতুন শুরুর লক্ষ্য ছিল। কিন্তু এদিন খুব একটা আশাবাদী দেখাল না। যদিও সবে শুরু করেছেন মানোলো। এত তাড়াতাড়ি কোনও সিদ্ধান্তে পৌঁছনো যাবে না। এটা জাতীয় দলের কোচ হিসেবে তাঁর প্রথম ম্যাচ ছিল। হাতেগোনা কয়েকটা গোলের সুযোগ তৈরি করে ভারত। মনবীর সিং স্কোরশিটে নাম তোলার সুযোগও পান। কিন্তু কাজে লাগাতে পারেননি। তবে ব়্যাঙ্কিংয়ে ভারতের পেছনে থাকলেও, বেশ কয়েকবার বিপজ্জনক দেখায় মরিসাসকে। ভারতের রক্ষণকে বেশ কয়েকবার চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তবে গোল লক্ষ্য করে শট কম দুই দলেরই। বল তেকাঠিতে রাখতে না পারলেও, গোল খাওয়ার হাত থেকে রক্ষা পায় ভারত। ভারতের পরের ম্যাচ সোমবার সিরিয়ার বিরুদ্ধে।