আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে কুলদীপ যাদবকে না খেলানো নিয়ে চর্চা তুঙ্গে ছিল। কিন্তু এজবাস্টন টেস্টে ঐতিহাসিক জয়ের পর হয়ত সেই আলোচনা কিছুটা থামবে। একজন বিশেষজ্ঞ বোলারের বদলে স্পিন অলরাউন্ডারকে অগ্রাধিকার দেওয়া হয়। যা কার্যকরীও হয়। লোয়ার মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ রান যোগ করেন ওয়াশিংটন সুন্দর। বল হাতেও হতাশ করেননি। লর্ডস টেস্টের দু'দিন আগে মনোযোগ দিয়ে অনুশীলন করতে দেখা যায় কুলদীপকে। প্রথম দুই টেস্ট থেকে বাদ পড়া সত্ত্বেও শরীরীভাষায় কোনও পরিবর্তন নেই। সিরিজ ১-১ এ দাঁড়িয়ে। এই প্রেক্ষিতে লর্ডস টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। কেভিন পিটারসেন মনে করেন, তৃতীয় টেস্টে কুলদীপকে খেলানো উচিত।

দিল্লি ক্যাপিটালসের মেন্টর ইংল্যান্ডের প্রাক্তন তারকা। আইপিএল চলাকালীন কুলদীপের সঙ্গে বোলিং নিয়ে আলোচনা হয়েছে। তিনি মনে করেন, চায়নাম্যানকে খেলালে টিম ইন্ডিয়ার বোলিংয়ে বৈচিত্র বাড়বে। পিটারসেন বলেন, 'কুলদীপকে খেলানো উচিত। ভারত একটা টেস্ট হেরেছে, একটা জিতেছে। আমার মতে, ও খেললে বৈচিত্র বাড়বে। দিল্লি ক্যাপিটালসের মেন্টর থাকাকালীন আমার সঙ্গে ওর বেশ কয়েকবার আলোচনা হয়েছে। ইংল্যান্ডে বল করা নিয়েও কথা হয়। ট্যাকটিক্স নিয়ে আলোচনা হয়। ইংল্যান্ডে কীভাবে বল করতে হবে সেই নিয়ে আলোচনা হয়েছে। তাই ওকে খেলতে দেখলে আমার ভাল লাগবে। ও বল করতে, উইকেট নিতে ভালবাসে। আমার বন্ধুদের আমি বেঞ্চে দেখতে পছন্দ করি না।' যুবরাজের এনজিওর একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কেএল রাহুলেরও প্রশংসা করেন ইংল্যান্ডের প্রাক্তনী। পিটারসেন বলেন, 'ও স্টার। কেন ওকে নিয়ে অতীতে সমালোচনা হয়েছিল আমি জানি না। আমার সবসময় মনে হয়েছে ও অসাধারণ ক্রিকেটার। ও সেটা প্রমাণ করেছে। সামনে থেকে ভারতীয় ব্যাটিংকে নেতৃত্ব দিয়েছে। আইপিএলে চার নম্বরে ব্যাট করে রান পেয়েছে। যদিও সেটা ওর পছন্দের পজিশন ছিল না। ওপেন করতে নেমেই শতরান করে। ওর কোয়ালিটি এবং ক্লাস দুটোই আছে। ও রান পেলে আমি অবাক হই না।' পিটারসেন কুলদীপের পক্ষে সওয়াল করলেও, লর্ডসে তাঁর খেলার সম্ভাবনা কম।