আজকাল ওয়েবডেস্ক: তিন ম্যাচের একদিনের সিরিজে ইতিমধ্যেই ০-২ এ পিছিয়ে ইংল্যান্ড। ক্লিন সুইপ হওয়ার মুখে। এরপরও বেন ডাকেট দাবি করছেন, দলের মনোবল এবং স্পিরিট তুঙ্গে। কারণ, তাঁদের আসল লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। বুধবার আহমেদাবাদে তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচ। ০-৩ এ সিরিজ হারের আশঙ্কা ইংল্যান্ডের সামনে। তাসত্ত্বেও আতঙ্কিত নয় বাটলার অ্যান্ড কোম্পানি। ডাকেট স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁদের একমাত্র লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা। ২২ ফেব্রুয়ারি লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাত্রা শুরু করবে ইংল্যান্ড। গ্রুপ বিতে তাঁদের সঙ্গে রয়েছে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। ভারতের বিরুদ্ধে সিরিজে চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া সারছে ইংল্যান্ড। যার ফলে রেজাল্ট নিয়ে মাথা ঘামাচ্ছেন না বাটলাররা। তৃতীয় ম্যাচে নামার আগে বেন ডাকেট বলেন, 'আমরা ভারতের কাছে এখানে ৩-০ তে সিরিজ হেরে গেলেও কোনও সমস্যা নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওদের হারাতে পারলেই হলো। ওখানে পরিবেশ, পরিস্থিতি এবং প্রতিপক্ষ সম্পূর্ণ ভিন্ন হবে।'
সাদা বলের কোচ হিসেবে প্রথম সিরিজেই ভারতের কাছে ১-৪ এ হার। টি-২০ সিরিজের পর এবার একদিনের আন্তর্জাতিকেও সিরিজ হারের মুখে দাঁড়িয়ে ব্রেন্ডন ম্যাকালামের দল। একদিনের সিরিজের দুটো ম্যাচেই সুযোগ ছিল ইংল্যান্ডের কাছে। কিন্তু কাজে লাগাতে পারেনি। এই প্রসঙ্গে ডাকেট বলেন, 'সঠিক সময় জ্বলে উঠতে হবে। বেশ কয়েকবার আমরা ম্যাচে ফেরার মতো জায়গায় চলে গিয়েছিলাম। কিন্তু আমরা নিজেদের সেরার ধারেকাছে ছিলাম না। তবে আমরা সিরিজের ইতিবাচক দিকগুলোতে ফোকাস করতে চাই।' সেটব্যাক সত্ত্বেও, প্যানিক করেনি ইংল্যান্ড দল। এর প্রশংসা করলেন ডাকেট। ভারতের মাটিতে সাফল্য না পেলেও পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘুরে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ডের ওপেনার।
