আজকাল ওয়েবডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন মা। সেই খবর পেয়ে ইংল্যান্ড থেকে দেশে ফিরে এসেছিলেন টিম ইন্ডিয়ার হেডস্যর গৌতম গম্ভীর। 
২০ তারিখ থেকে হেডিংলিতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। সেই কথা মাথায় রেখে গম্ভীর আবার যোগ দিচ্ছেন ভারতীয় দলের সঙ্গে। গম্ভীরের মায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে তিনি রয়েছেন আইসিইউ-তে। 

দল নিয়ে ইংল্যান্ড যাওয়ার দিন চারেক পরেই মায়ের অসুস্থতার কথা শুনে দেশে ফিরে আসেন গম্ভীর। খবর ছড়ায়, গম্ভীরের অনুপস্থিতিতে ভিভিএস লক্ষ্মণ ভারতীয় দলের দেখাশোনা করবেন। 

আজ সোমবার রাতে দিল্লি ছেড়ে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন গম্ভীর। বিলেতে পৌঁছে দলের ব্যাটিং অর্ডার নিয়ে কাজ শুরু করতে হবে গম্ভীরকে। ইংল্যান্ডে গৌতম গম্ভীরের সামনে বড় পরীক্ষা। কঠিন পরীক্ষায় বসতে হবে নব্য অধিনায়ক শুভমান গিলকেও। ২০ তারিখ থেকেই পরীক্ষায় বসতে হবে ভারতীয় দলকে। 

রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়র তারকাদের অনুপস্থিতিতে রক্তাল্পতা ভারতের ব্যাটিং বিভাগে। গিলের নেতৃত্বাধীন নতুন ভারত কী করে, সেটাই এখন দেখার।