আজকাল ওয়েবডেস্ক:‌ সব খেলাই একই মাঠে। থাকছে একই হোটেলে। কোনও সফরের ঝক্কি নেই। ভারত দুর্দান্ত খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে যেতেই এই সব অজুহাত দিতে শুরু করল বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা। তা সে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স হোন বা ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। সবারই সুর একই।


নিরাপত্তার কারণে ভারত পাকিস্তানে যায়নি। হাইব্রিড মডেলে সব ম্যাচ খেলছে দুবাইয়ে। আর তা নিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্স (‌যিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন না)‌ বলেছেন, ‘‌একই মাঠে সব খেলা খেলছে ভারত। এটা দারুণ সুবিধা। ভারত ভাল খেলছে। তবে একই মাঠে সব ম্যাচ খেললে একটা বাড়তি সুবিধা পাওয়া যায়।’‌ 


প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল আথারটন ও নাসের হুসেনও একই কথা বলছেন। মাইকেল আথারটন বলেছেন, ‘‌শুধু দুবাইতেই কেন খেলবে?‌ এখানে তো আরও মাঠ রয়েছে। ভারত অতিরিক্ত সুবিধা পাচ্ছে। এক দেশ থেকে অন্য দেশে গিয়ে খেলার দরকার পড়ছে না। এক হোটেলে থাকছে। এত সুবিধা অন্য দল তো পেল না।’‌ আথারটনের আরও সংযোজন, ‘‌ভারত জানত দুবাইয়ের পরিবেশ ওদের জন্য আদর্শ। তাই এখানেই সব ম্যাচ খেলতে চেয়েছে। আইসিসিও মেনে নিয়েছে। সেমিফাইনাল তো বটেই ফাইনালে উঠলেও ভারত এই দুবাইয়েই খেলবে। যা বাড়তি সুবিধা পাইয়ে দেবে বিরাটদের।’‌ হুসেনের কথায়, ‘‌ভারতীয় নির্বাচকরা একদম ঠিকঠাক দল বেছে নিয়েছেন দুবাইয়ের পরিবেশ বুঝে। ভারত এখানে হোম অ্যাডভান্টেজ পাচ্ছে।’‌