আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে হোম সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। চেন্নাইয়ে প্রথম টেস্ট জিতে ভারত এগিয়ে রয়েছে সিরিজে। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে শুক্রবার থেকে। কিন্তু এই হোম সিরিজে ভারতীয় দলে নেই কোনও ভাইস ক্যাপ্টেন। কিন্তু কেন? তার কারণ জানালেন ভারতের নব নিযুক্ত সহকারী কোচ অভিষেক নায়ার।
তিনি জানিয়েছেন, ভারতীয় দলে মনোনীত সহ অধিনায়কের এই মুহূর্তে প্রয়োজন নেই। নায়ার জানিয়েছেন, সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে তরুণ ক্রিকেটাররা দ্রুত শিখছেন। এর পিছনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অবদানের কথাও বলেছেন নায়ার। আইপিএলে একেকটি দলে দেশীয় ও বিদেশি সিনিয়র ক্রিকেটাররা থাকেন, তাঁদের কাছ থেকে অনেককিছু শিক্ষণীয়। দেশের তরুণ ক্রিকেটাররা অনেককিছু শিখতে পারছেন বলেই জানিয়েছেন অভিষেক নায়ার।
তিনি আরও জানান, ভারতীয় দলে রয়েছেন ঋষভ পন্থ ও শুভমান গিলের মতো তরুণ ক্রিকেটার। তাঁরা আইপিএলে সংশ্লিষ্ট দলকে নেতৃত্ব দেন।
ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটন রোহিত শর্মার হাতে। বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য সহ অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে রোহিত শর্মার ডেপুটি ছিলেন পন্থ। সীমিত ওভারের ক্রিকেটে শুভমান গিল ভাইস ক্যাপ্টেন। অভিষেক নায়ার বলছেন, ''আইপিএলের একাধিক ক্যাপ্টেন রয়েছে আমাদের এই দলে।''
ভারতের নব্য সহকারী প্রশিক্ষক জানিয়েছেন, পন্থ ও গিল তরুণ ক্রিকেটার হলেও তাঁরা মানসিক দিক অনেকটাই পরিণত। নায়ার বলছেন, ''ওদেরকে আমি আর তরুণ ক্রিকেটার বলতে রাজি নই। বয়স এবং ম্যাচ খেলার সংখ্যার নিরিখে বিচার করলে ওরা তরুণই বটে। কিন্তু মানসিকতা ও যে ভাবে উন্নতি করছে, সেই প্রেক্ষিতে বিচার করলে ওদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। সেই কারণেই আমাদের আর সহ অধিনায়কের দরকার পড়ছে না। ড্রেসিং রুমে রয়েছে বিরাট-রোহিতের মতো সিনিয়র প্লেয়ার। ফলে তরুণ ক্রিকেটাররা দ্রুতই ওদের কাছ থেকে শিখছে।''
পরবর্তী ভারত অধিনায়ক হিসেবে দৌড়ে এগিয়ে যশপ্রীত বুমরা। রোহিত অনুপস্থিত থাকায় ইংল্যান্ডে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন বুম বুম বুমরা। সীমিত ওভারের ক্রিকেটে ঋষভ পন্থও দেশকে নেতৃত্ব দিয়েছেন। ফলে এই টিম ইন্ডিয়ায় নতুন করে সহ অধিনায়কের আর দরকার নেই বলে মনে করছেন অভিষেক নায়ার।
