আজকাল ওয়েবডেস্ক: যশস্বী জয়সওয়ালও নন, শুভমান গিলও নন। ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখ্যাতে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের ইতিবাচক দিক হল ধ্রুব জুড়েল। ঋষভ পন্থ পুরোদস্তুর সুস্থ হয়ে উঠতে না পারায় জুড়েল সুযোগ পেয়েছেন।

আহমেদাবাদে অনুষ্ঠিত প্রথম টেস্টে ধ্রুব জুড়েল ১২৫ রান করেছেন। দিল্লিতে চলতি দ্বিতীয় টেস্টে ভারতের উইকেট কিপার-ব্যাটার ৭৯ বলে ৪৪ রান করেন। রোস্টন চেজকে বড় শট মারতে গিয়ে তিনি আউট হন। দুশখ্যাতে বলেছেন, ''প্রথম নাম যেটা মাথায় আসছে তা হল ধ্রুব জুড়েল। ও যে খুবই ভাল প্লেয়ার তা আমাদের সবারই জানা। প্রথম টেস্টের সেঞ্চুরি এবং যেভাবে ও দ্বিতীয় টেস্টে ব্যাট করেছে, তা বেশ ভাল। ও অপরাজিত থাকতেই পারত। ৪৪ রানে ব্যাট করছিল। মাঠে বার্তা পৌঁছেছিল। ধ্রুব মারতে গিয়ে আউট হয়। দলের সংস্কৃতির কথা বলতে গেলে আমরা এই ধরনের ক্রিকেটারকেই চাই। যারা দলের স্বার্থের কথা ভেবে খেলবে। ধ্রুব জুড়েল আমাদের মুগ্ধ করেছে।''

এদিকে দ্বিতীয় টেস্ট ম্যাচও জিততে চলেছে ভারত। ইনিংস হারের মুখে দাঁড়িয়ে দলকে রক্ষা করলেন ওপেনার জন ক্যাম্পবেল। তৃতীয় দিনের শেষে ৮৭ রানে অপরাজিত থেকে ব্যাটিং করে তিনি প্রমাণ করলেন, লড়াই এখনও শেষ হয়নি।

তাঁর সঙ্গে ছিলেন সহ-অধিনায়ক শাই হোপ (৬৬*), যিনি সমানতালে আক্রমণ ও সংযমের মিশেলে দলকে এগিয়ে নিয়ে যান। দুই ব্যাটারের মধ্যে ১৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজ দিন শেষ করে দু’উইকেটে ১৭৩ রানে। ইনিংস হার এড়াতে এখনও ৯৭ রান প্রয়োজন। যদিও ভারতের জয় প্রায় নিশ্চিত, তবে ক্যাম্পবেল ও হোপের এই লড়াই দলের মনোবল নিঃসন্দেহে বাড়িয়ে দেবে ক্যারিবিয়ানদের নিউজিল্যান্ড সফরের আগে। 

নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলতি ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় দিনের খেলা শেষে কিংবদন্তি ক্যারিবিয়ান ব্যাটার ব্রায়ান লারার সঙ্গে দেখা করেন তিনি।

 

লারা মুগ্ধ হয়ে প্রশংসা জানিয়ে মজার ছলে বলেন, ‘আমাদের বোলারদের এতটা কষ্ট দিও না।’ জয়সওয়াল বিনয়ী ভঙ্গিতে জবাব দেন, ‘আমি শুধু চেষ্টা করছি, স্যার’। ২৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার ২৫৮ বলে ২২টি চার মেরে বড় ইনিংস খেলেন। দুর্ভাগ্যজনকভাবে অধিনায়ক শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে তিনি ডাবল সেঞ্চুরি মিস করেন।

 

খেলা শেষে বিসিসিআইয়ের প্রকাশিত ভিডিওতে জয়সওয়াল বলেন, ‘আমি সবসময় দলের কথা আগে ভাবি। কীভাবে দলের জন্য নিজের সেরা খেলাটা খেলতে পারি। উইকেটের অবস্থা বুঝে, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাট করার চেষ্টা করি। যদি শুরুটা ভালো হয়, আমি সেটিকে বড় ইনিংসে রূপ দিতে চাই। এই মানসিকতা নিয়েই আমি সবসময় ব্যাট করতে নামি।’