আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে শুরু হচ্ছে পার্থ টেস্ট। রোহিত শর্মা সেই টেস্ট খেলতে পারছেন না। তবে ভাল খবর, শুভমান গিল দ্রুত সুস্থ হয়ে উঠছেন। বোলিং কোচ মরনি মরকেলের কথা অনুযায়ী, পার্থ টেস্টে খেলার সম্ভাবনা রয়েছে গিলের। ম্যাচের দিন সকালে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
 
 গত শনিবার স্লিপে অনুশীলনের সময় বল ধরতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পান গিল। তারপর আর গিলকে অনুশীলনে দেখা যায়নি। তারপর থেকেই জল্পনা শুরু হয়ে যায়, গিল পার্থ টেস্টে নেই। কিন্তু বুধবার সকালে আশার কথা শোনালেন মরকেল। জানালেন দ্রুত সুস্থ হয়ে উঠছেন তরুণ ব্যাটার। ম্যাচের দিন সকালে গিলকে নিয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বুধবার মরকেল জানান, ‘শুভমানের চোটের জায়গায় অনেক উন্নতি হয়েছে। টেস্টের সকালে গিলকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ গিল ছন্দে রয়েছে।’ 
 
 এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে প্রথম দুটো নাম অস্ট্রেলিয়া ও ভারত। তাই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঘরের মাঠে কিউয়িদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারত বেশ চাপে। তবে কোচ গম্ভীর আশাবাদী দল ঘুরে দাঁড়াবে। 
 
 প্রসঙ্গত, গিল কিন্তু বেশ ছন্দে রয়েছেন। ১০ ম্যাচে ৮০৬ রান করেছেন। তিনটি শতরান ও একটি অর্ধশতরান রয়েছে। তিনে নেমে এখনও অবধি ১৪ ম্যাচে ৯২৬ রান করেছেন গিল। 
 
 এদিকে, সামির সুস্থতার দিকেও নজর রাখছেন মরকেল। বলেছেন, ‘প্রায় এক বছর জাতীয় দলের বাইরে সামি। তবে ভাল খবর, আবার ফিরেছে সামি। তাই সামির দিকে নজর রাখছি। ওর প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই।’ 
