আজকাল ওয়েবডেস্ক:‌ পার্থ টেস্টে ব্যাটিং বিপর্যয় ভারতের। মাত্র ১৫০ রানেই শেষ হয়ে গেল টিম ইন্ডিয়া। মিচেল স্টার্ক, জস হ্যাজলেউডের পেসে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের টপ অর্ডার। একটু বলার মতো রান শুধু ঋষভ পন্থের (‌৩৭)‌। আর অভিষেক টেস্টে ব্যাট হাতে চমকে দিলেন নীতীশ কুমার রেড্ডি (‌৪১)‌। আর লোকেশ রাহুল করেন ২৬।


অসি বোলারদের মধ্যে সবচেয়ে সফল জস হ্যাজলেউড। পেয়েছেন চার উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ। 
টস জিতে গতিময় উইকেটে ব্যাটিং নেন বুমরা। কিন্তু সিদ্ধান্ত একেবারে বুমেরাং হয়ে গেল। যশস্বী জয়সোয়ালকে (‌০)‌ দিয়ে প্যাভিলিয়নে ফেরার যাত্রা শুরু। তিনে নামা দেবদত্ত পাডিক্কাল (‌০)‌ ও রান পাননি। লোকেশ রাহুল করেন ২৬। বিরাট ফের ব্যর্থ। ৫ রান করে ফেরেন হ্যাজলেউডের বলে। সেই কিউয়ি সিরিজ থেকে বিরাটের ব্যাটে রান নেই। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ছিল ৫১/‌৪। এরপর খেলা শুরু হতেই ফেরেন ধ্রুব জুড়েল। রান পাননি সুন্দর। লোয়ার মিডল অর্ডারে যা রান করার করলেন পন্থ ও অভিষেক টেস্টে নামা নীতীশ রেড্ডি। রীতিমতো আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করে ৫৯ বলে ৪১ রান করেন রেড্ডি। ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছয়। বাকিরা আর একটু শট নির্বাচনে বিচক্ষণতা দেখালে ভারত হয়ত ২০০–র গন্ডি পার করে ফেলতে পারত।


পার্থে ভারতের হয়ে অভিষেক হল নীতীশ রেড্ডি ও হর্ষিত রানার। স্পিনার হিসেবে অশ্বিন বা জাদেজা নন, সুযোগ পেলেন ওয়াশিংটন সুন্দর। তবে ব্যাট হাতে রান পাননি সুন্দর।