আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তানও পারে। এক প্রাক্তন ক্রিকেটারের দাবি, ওভাল টেস্টে ভারত নাকি জিতেছে বলে ভেসলিন লাগিয়ে। 


পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাব্বির আহমেদ দাবি করেছেন, ভারতীয় বোলাররা নাকি অসাধু উপায়ে ইংল্যান্ডের ব্যাটারদের আউট করেছেন। ভারতের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ এনেছেন তিনি।


সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন পাক ক্রিকেটার লিখেছেন, ‘‌আমার ধারণা ভারত বলে ভেসলিন লাগিয়েছে। না হলে ৮০ ওভার হওয়ার পরেই বল অতটা চকচকে থাকে কী করে। আম্পায়ারদের উচিত ওই বল গবেষণাগারে নিয়ে গিয়ে পরীক্ষা করা।’‌ যদিও শাব্বিরের এই কথায় কেউই বিশেষ পাত্তা দিচ্ছেন না। গোটা সিরিজেই ভারতের বিরুদ্ধে এমন কোনও অভিযোগ কারও মুখে শোনা যায়নি। ভারতীয় সমর্থকদের কটাক্ষ, ভারতের সাফল্য সহ্য করতে না পেরেই এ সব বলছেন প্রাক্তন পাক ক্রিকেটার শাব্বির। কেউ কেউ আবার পাকিস্তানের বল বিকৃতি এবং ম্যাচ গড়াপেটার ইতিহাস মনে করিয়ে দিয়েছেন।


এটা ঘটনা, ওভালের পিচকে অনেকেই সিরিজের সেরা পিচ বলেছেন। প্রথম চারটি টেস্টে পাটা পিচ থাকলেও পঞ্চম টেস্টের পিচে আগাগোড়া সাহায্য ছিল বোলারদের জন্য। দুই দলের বোলাররাই সুবিধা পেয়েছেন। আবার চারটি ইনিংস মিলিয়ে হাজারের বেশি রানও হয়েছে। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ভারতকে জেতান মহম্মদ সিরাজ।


ম্যাচের পর সেই সিরাজ বলেছিলেন, ‘খুব সাধারণ পরিকল্পনা ছিল। আলাদা কিছু ভাবিনি। লক্ষ্য ছিল শুধু সঠিক জায়গায় বল রাখার। তাতে আউট হলে হবে। ছয় হলেও হবে। ঠিক জায়গায় বল রেখেই সাফল্য এসেছে।’

 

আরও পড়ুন:‌ অ্যাটকিনসনকে আউটের জন্য অন্য এক পরিকল্পনা করেছিলেন গিল, এবার আনলেন প্রকাশ্যে ...


প্রসঙ্গত, চতুর্থ দিন হ্যারি ব্রুকের ক্যাচ ধরেও বাউন্ডারির দড়িতে পা দিয়ে ফেলেছিলেন সিরাজ। তখন ১৯ রানে ব্যাট করছিলেন ব্রুক। শেষমেষ তিনি শতরান করেন। এই ঘটনার পর গোটা দেশে সমালোচিত হয়েছিলেন সিরাজ। সেই ক্যাচ নিয়ে সিরাজের বক্তব্য ছিল, ‘ইংল্যান্ড তখন টি–টোয়েন্টি ক্রিকেটের মেজাজে ব্যাট করছিল। আমাদের লক্ষ্য ছিল বড় রান আটকানো। খেয়াল করিনি অতটা পিছিয়ে গিয়েছিলাম। ক্যাচ ধরার পরই বুঝেছিলাম দড়িতে পা ঠেকে গিয়েছে। ওই ঘটনা ম্যাচের রং বদলে দিয়েছিল। তবু আমরা কখনও হাল ছাড়িনি। তাই জয় এসেছে।’‌ 

এদিকে, ওভালে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় এক ধাপ উঠে এসেছে ভারত। সরিয়ে দিয়েছে ইংল্যান্ডকে।


শুভমন গিলের দল এখন রয়েছে তিন নম্বরে। ওভালে জিতে ১২ পয়েন্ট পেয়েছে ভারত। এই টেস্টের আগে তিনে ছিল ইংল্যান্ড। তারা নেমে গিয়েছে চারে।
ভারত এবং ইংল্যান্ড, দুটো দলের কাছেই এটা পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ ছিল। দুই দলই দুটো করে ম্যাচ জিতেছে। একটি ড্র হয়েছে। তবে লর্ডসে মন্থর ওভার রেটের কারণে আইসিসি ইংল্যান্ডের দু’পয়েন্ট কেটে নিয়েছে। তাই ভারতের নীচে চলে গিয়েছে তারা।


আপাতত পাঁচ টেস্টে ভারতের ২৮ পয়েন্ট। শতাংশের বিচারে পয়েন্ট ৪৬.৬৭। ইংল্যান্ডের ২৬ পয়েন্ট এবং পয়েন্ট শতাংশ ৪৩.৩৩। ওয়েস্ট ইন্ডিজকে তিনটে টেস্টেই হারানোর কারণে শীর্ষে অস্ট্রেলিয়া। তাদের ৩৬ পয়েন্ট। পয়েন্ট শতাংশ ১০০। দ্বিতীয় শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭।


পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ (পয়েন্ট শতাংশ ১৬.৬৭) এবং ওয়েস্ট ইন্ডিজ (০)। নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা নতুন চক্রে এখনও কোনও টেস্ট খেলেনি।