আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ান ডে ম্যাচে মারাত্মক দুর্ঘটনার শিকার হলেন পাকিস্তানের ব্যাটার ইমাম-উল-হক। শনিবার নিউজিল্যান্ডের বে-ওভালে রান তাড়ার তৃতীয় ওভারে শর্ট কভার থেকে আসা একটি থ্রো হেলমেটের ফাঁক গলে সরাসরি ইমামের মুখে আঘাত করে।
সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে গিয়ে মাটিতে পড়ে যান ইমাম। দ্রুত মাঠে ছুটে আসেন দলের ফিজিও, এবং পরে চিকিৎসার জন্য তাঁকে মেডিক্যাল কার্টে করে মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ইমামের মাথায় আঘাত লাগায় তাঁকে কনকাশনের জন্য পরীক্ষা করা হয় এবং পরে ম্যাচে তাঁর পরিবর্তে খেলেন উসমান খান।
পরে জানা যায়, আঘাতের কারণে ইমামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাত্র ৭ বলে মাত্র ১ রান করে মাঠ থেকে বেরিয়ে যান ইমাম। ইমাম ছিটকে যাওয়ার পর চাপের মুখে পড়ে পাকিস্তান দল। ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তান ৪৩ রানে হেরে যায়।
৪৬.১ ওভারে ২২১ রানেই গুটিয়ে যান রিজওয়ানরা। বাবর আজম ৫৮ বলে ঝকঝকে ৫০ রান করে দলের হয়ে সর্বোচ্চ রান করেন। মহম্মদ রিজওয়ান করেন ৩৭ (৩২) এবং তাহির করেন ৩৩ (৩১)। কিন্তু কেউই দলকে জয় এনে দিতে পারেননি। নিউজিল্যান্ড সফরের ওয়ান ডে সিরিজেও মুখ থুবড়ে পড়ল পাকিস্তান।
তিন ম্যাচের সিরিজে তারা জয় পেয়েছে মাত্র একটিতে। এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও পাকিস্তান ৪-১ ব্যবধানে পরাজিত হয়েছিল। একে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার, তারপর নিউজিল্যান্ড সিরিজেও শোচনীয় অবস্থা। পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।
