আজকাল ওয়েবডেস্ক: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের অঙ্গ নয় তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় রহস্যময় পোস্ট মুকেশ কুমারের। ক্যান্টারবেরিতে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টের অঙ্গ ছিলেন তিনি। তিন উইকেট নেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে দল থেকে বাদ পড়েন। গত সপ্তাহে কেন্টে ইন্ট্রা স্কোয়াড প্র্যাকটিস ম্যাচেও তাঁকে খেলানো হয়নি। টেস্ট শুরুর একদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের মনোভাব ব্যক্ত করেন বাংলার পেসার। ইনস্টাগ্রামে মুকেশ কুমার লেখেন, 'কর্মফল ভোগ করতে হয়। তার জন্য সবসময় তৈরি থাকতে হয়। কর্ম কখনও ক্ষমা করে না। ফল পেতেই হবে।' 

পাঁচ ম্যাচের সিরিজে হর্ষিত রানাকে দলের সঙ্গে সংযোজন করার পরের দিন এই পোস্ট করেন মুকেশ। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ব্যর্থ হলেও তাঁকে দলে নেওয়া হয়। বোর্ডের একটি বিবৃতিতে জানানো হয়, হেডিংলি টেস্টের আগে রানাকে দলের সঙ্গে সংযোজন করা হয়েছে। কিন্তু তিন উইকেট নেওয়া সত্ত্বেও মুকেশকে ডাকা হয়নি। আগের বছর অস্ট্রেলিয়া সফরে লাল বলের ক্রিকেটে অভিষেক হয় হর্ষিতের। পারথে প্রথম টেস্টে চার উইকেট তুলে নেন। ভারতের ২৯৫ রানের জয়ে বড় ভূমিকা নেন। কেকেআরে গম্ভীরের পছন্দের পাত্র ছিলেন। প্রথম বেসরকারি টেস্টে এক উইকেট নেওয়া সত্ত্বেও দলে ডাক পান। হয়ত এটাই মেনে নিতে পারছেন না বাংলার পেসার। তাই কারোর নাম উল্লেখ না করে সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করেন।