আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি অধিনায়ক থাকলে, রবিচন্দ্রন অশ্বিনকে সিডনি টেস্টের আগে অবসর নিতে দিত না। এমনই দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বসিত আলি। তিনি মনে করেন, বর্ডার-গাভাসকর ট্রফি শেষের আগে কোনওভাবেই তারকা ক্রিকেটারের অবসর ঘোষণার সিদ্ধান্ত মেনে নিতেন না কোহলি। বরং, অশ্বিনকে সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার জন্য রাজি করিয়ে ফেলতেন। বসিত আলি বলেন, 'আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোহলি অধিনায়ক থাকলে সিরিজের মাঝপথে অশ্বিনকে অবসর নিতে দিত না। আরও দুটো ম্যাচের জন্য অপেক্ষা করতে বলত। সিরিজ শেষ হওয়ার পর ঘোষণা করতে বলত। কারণ সিডনিতে ভারতের ওকে দরকার ছিল। রবি শাস্ত্রী এবং রাহুল দ্রাবিড় ভারতের কোচ হলে, ওরাও সিরিজের মাঝপথে আশ্বিনকে অবসর নিতে দিত না।' 

বর্তমানে সিরিজ ১-১। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র পেতে বাকি দুটো টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের প্রাক্তনী মনে করেন, এই অবস্থায় গৌতম গম্ভীর, রোহিত শর্মার উচিত ছিল অশ্বিনকে বোঝানো। আলাদা করে কথা বলা। বসিত আলি বলেন, 'রোহিত এবং গম্ভীরের উচিত ছিল ওকে বোঝানো। অবসর পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা উচিত ছিল। বলতে পারত, এই দুটো টেস্ট ম্যাচে তোমাকে আমাদের দরকার। বিশেষ করে সিডনিতে।' গোটা বিষয়টিতে রহস্যের গন্ধ পাচ্ছেন পাক তারকা। দাবি, অশ্বিনের শরীরীভাষা অনেক কিছু বলে দিচ্ছে। বসিত আলি বলেন, 'কিছু জিনিস বলা যায় না। কিন্তু বোঝা যায়। শরীরীভাষা সবকিছু বলে দেয়। যেভাবে ড্রেসিংরুমে বিরাটকে জড়িয়ে ধরেছিল। অনেক কিছুই বোঝা গিয়েছে। মানছি ও আর আগের মতো নেই। তবে ওকে এতটাও চাপে ফেলে দেওয়ার মতো খারাপ নয়। ৫৩৭ উইকেট নিয়েছে। সেটা মনে রাখতে হত।' অশ্বিনের ভূয়সী প্রশংসা করেন বসিত। শুধুমাত্র ম্যাচ উইনার নয়, তাঁকে সিরিজ উইনারের অ্যাখ্যা দেন পাকিস্তানের তারকা। বর্ডার-গাভাসকর সিরিজের মাঝপথে অশ্বিনের আকস্মিক অবসর মেনে নিতে পারছে না ক্রিকেট বিশ্ব।