আজকাল ওয়েবডেস্ক:‌ ম্যাঞ্চেস্টার টেস্টে খেলবেন জসপ্রীত বুমরা?‌ নিশ্চিত নয় এখনও। পাঁচ টেস্টের সিরিজ এখন ১–২। ভারত পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই বলছেন ম্যাঞ্চেস্টারে বুমরার খেলা উচিত। কারণ ওই টেস্টে হেরে গেলে আর সিরিজে ফেরার সুযোগ থাকবে না। আর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে বুমরাকে তিনটির বেশি টেস্ট খেলাবে না ভারত। বুমরা ইতিমধ্যেই সিরিজে দুটি টেস্ট খেলে ফেলেছেন। তাই টিম ম্যানেজমেন্ট ভেবে চলেছে বিষয়টি নিয়ে।


এই যখন পরিস্থিতি তখন মুখ খুলেছেন অজিঙ্কা রাহানে। দেশের এই ক্রিকেটার বলছেন, বুমরা না খেললে তাঁর জায়গায় অর্শদীপ সিংকে খেলানো হোক। রাহানে বলেছেন, ‘‌বুমরা না খেললে সেরা পরিবর্ত অর্শদীপ। ইংল্যান্ডে সবসময় এক জন বাঁহাতি পেসার দরকার যে দু’‌দিকেই বল সুইং করাতে পারবে। অ্যাঙ্গেল ব্যবহার করে স্পিনারদের জন্য রাফ তৈরি করতে পারবে। তাই বলছি বুমরা না খেললে অর্শদীপকে খেলানো হোক।’‌ এমনকী কুলদীপকেও প্রথম একাদশে চান রাহানে। বলেছেন, ‘‌উইকেটের পরিস্থিতির কথা বিবেচনা করে কুলদীপ যাদবকে খেলানোর কথা ভাবা যেতেই পারে। আগের তিনটি ম্যাচে উইকেট পরের দিকে যে আচরণ করেছে তা যদি ম্যাঞ্চেস্টারেও হয় তাহলে অবশ্যই কুলদীপকে খেলানো উচিত। আমাদের ব্যাটিং ভাল হচ্ছে। বিপক্ষের থেকে ২০–৩০ রান কম করলেও ক্ষতি নেই। কিন্তু উইকেট টেকিং বোলার দরকার। সবসময় পেসারদের উপর নির্ভর করে থাকলে চলবে না।’‌


অর্শদীপ অবশ্য এখনও দেশের হয়ে টেস্ট খেলেননি। এই প্রথম লাল বলের ক্রিকেটে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। তবে টি২০ আন্তর্জাতিকে ৬৩ ম্যাচে নিয়ে ফেলেছেন ৯৯ উইকেট। তবে অর্শদীপ নেটে বল করার সময় আঙুলে চোট পেয়েছেন। চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিত করেনি মেডিক্যাল টিম। তবে চতুর্থ টেস্টের আগে হাতে কিছুটা সময় আছে। 

 

আরও পড়ুন:‌ অলিম্পিক্সে খেলার সুযোগ পাবে ওয়েস্ট ইন্ডিজ?‌ জেনে নিন বিস্তারিত...

এদিকে, বৃহস্পতিবার হালকা অনুশীলন করেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। নেটে বেশ কিছুক্ষণ বোলিং করেছেন প্রসিধ কৃষ্ণা এবং অর্শদীপ সিং। ব্যাটিং কোচ সীতাংশু কোটাক পরে অর্শদীপকে ব্যাটিং অনুশীলনের জন্য ডাকলে শুভমনকে বলতে শোনা যায়, ‘মনে হয় ও ব্যাট করতে পারবে না। হাতে চোট রয়েছে।’‌ এদিকে, চোটের জন্য ব্যাট করেননি ঋষভ পন্থও। তিনি জিমে সময় কাটান। তাঁর সঙ্গে ছিলেন বুমরা এবং সিরাজ। চাপ কমানোর জন্য দুই সিনিয়র জোরে বোলারকে নেট অনুশীলন থেকে ছাড় দেওয়া হয়েছিল। বল করেননি আকাশদীপও। অন্য ক্রিকেটারেরা অবশ্য পুরো অনুশীলন করেছেন।


ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন ডশকাটে জানিয়েছেন, ‘‌নেটে বল করার সময় সাই সুদর্শনের একটা শট আটকাতে গিয়ে হাতে চোট পায় অর্শদীপ। কিছুটা কেটে গিয়েছে। আমাদের মেডিক্যাল টিম বিষয়টা দেখছে। তাঁরাই সিদ্ধান্ত নেবেন ওর হাতে সেলাই করতে হবে কি না।’ 


এটা ঘটনা, লর্ডসে হারের হতাশা কাটিয়ে অনেকটাই স্বাভাবিক ছন্দে দেখা গিয়েছে ভারতীয় শিবিরকে। বাসে, ড্রেসিংরুমে বা অনুশীলনে নিজেদের মধ্যে মজা করছেন ক্রিকেটাররা। পাশাপাশি চলছে ম্যাঞ্চেস্টার টেস্ট জেতার পরিকল্পনা।