আজকাল ওয়েবডেস্ক: চেতেশ্বর পূজারার ক্রিকেট পুজো শেষ হল অবশেষে। রবিবার তিনি সব ধরনের ফরম্যাট থেকে অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। 
দেশের প্রাক্তন ক্রিকেটাররা পূজারার এহেন সিদ্ধান্তের পরে প্রতিক্রিয়া দিয়েছেন।

আইসল্যান্ড ক্রিকেট পূজারার অবসর নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছে। আর সেই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে। কী লিখেছে আইসল্যান্ড ক্রিকেট? সোশ্যাল মিডিয়ায় আইসল্যান্ড ক্রিকেট লিখেছে, ''চেতেশ্বর পূজারার অবসর  নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। কারণ আমাদের মনে হয়েছে ও আগেই অবসর নিয়েছে।'' গত ১০ মাস পূজারা টিভিতে ধারাভাষ্য দিয়েছেন। জাতীয় দলের দরজা অনেক আগেই তাঁর জন্য বন্ধ হয়ে গিয়েছিল।

আরও পড়ুন: কেরলে মেসিদের প্রতিপক্ষ কোন দল? ২০ কিমি রোড শোয়ের আয়োজন, যুবরাজ-বরণের জন্য তৈরি হচ্ছে কেরল...

বিদেশ সফরে ভারতীয় দল গেলেই তিনি প্রচ্ছন্ন বার্তা দিতেন, ''আমি তৈরি।'' কিন্তু তাঁর বার্তা অরণ্যেরোদনের মতো শোনাতো। জায়গা হত না ভারতীয় দলে। এবারের ইংল্যান্ড সফরের আগেও একই রকম কথা বলেছিলেন। কিন্তু কেউ কর্ণপাত করেননি।

 

?ref_src=twsrc%5Etfw">August 24, 2025

রবিবার চেতেশ্বর পূজারা সব ধরনের ফরম্যাট থেকে অবসর নিয়ে ফেললেন। তিনি হয়তো ব্যাট-প্যাড তুলে রাখলেন তাই বলে কি পূজারার অবিশ্বাস্য ব্যাটিংয়ের কথা ভুলে যাওয়া যায়! ২০১৮-১৯ এবং ২০২০-২১ মরশুমে বর্ডার-গাভাসকর ট্রফিতে পূজারার পারফরম্যান্স ভারতকে জিতিয়েছিল।

সোশ্যাল মিডিয়ায়  পূজারা লেখেন, ''ভারতীয় দলের জার্সি পরে, জাতীয় সঙ্গীত গেয়ে এবং মাঠে নেমে নিজের সেরাটা দেওয়া--এগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু ওরা বলে, সব ভাল জিনিসেরই শেষ হয়। অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি আমি ভারতীয় ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি।'' রাহুল দ্রাবিড় পরবর্তী সময়ে তিনিই ছিলেন ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল'। 

৩৭ বছর বয়সী পূজারা শেষ টেস্ট ম্যাচ খেলেছেন ২০২৩ সালে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার। তার পর থেকে জাতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু ঘরোয়া টুর্নামেন্টে পূজারা কিন্তু উল্লেখযোগ্য পারফরম্যান্স তুলে ধরেন। 

তাঁর ডিফেন্স ভাঙা ছিল কঠিন। চাপের মুখে একদিকের উইকেট কামড়ে পড়ে থাকতেন তিনি। বিদেশের মাটিতে কঠিন পরিস্থিতিতে পূজারা সবঅর্থেই পাঁচিল হয়ে ধরা দিতেন। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পিছনে পূজারার অবদান ভোলার নয়। 

এবারের ইংল্যান্ড সফরের আগেও পূজারা বলেছিলেন, তিনি নিজেকে তৈরি রাখছেন সিরিজের জন্য। তাঁকে আর দরকার পড়েনি গৌতম গম্ভীরের। দেওয়াললিখন পড়ে ফেলেন চেতেশ্বর পূজারা। জাতীয় দলের দরজা তাঁর জন্য যে অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে, তা উপলব্ধি করতে পেরে আন্তর্জাতিক কেরিয়ারে দাড়ি টেনে দিলেন। চেতেশ্বর পূজারাও ভারতীয় ক্রিকেটে প্রাক্তন হয়ে গেলেন। তাঁর মতো দক্ষ, ধৈর্যশীল এবং টেকনিক্যালি ব্যাটার আগামিদিনেও উঠতি ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে। ইদানীংকালে ভারতীয় ক্রিকেটে অবসরের হাওয়া। ভারতীয় ক্রিকেটে একে একে নিভিছে দেউটি।  

আরও পড়ুন: ‘আমরা আর ভিক্ষা করব না’, এশিয়া কাপের আগে নতুন করে নাটক শুরু করল পাকিস্তান ক্রিকেট বোর্ড...