আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ১০০ রান করেন তিনি। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে কোহলির ব্যাট থেকে এসেছে দুর্দান্ত ৮৪ রান।  চার-ছক্কার ঝড় বইয়ে দিয়ে কোহলি যে বিরাট ইনিংস খেলেছেন তা নয়, মাত্র পাঁচটা বাউন্ডারি হাঁকিয়েছিলেন তিনি। বাকি রান তিনি সিঙ্গলস ও ডাবলস নেন। স্কোর বোর্ড সচল রাখেন। 

কিন্তু রবিবাসরীয় মেগা ফাইনালের আগে ভারতীয় শিবিরে আতঙ্কের ছায়া। প্র্যাকটিস চলাকালীন কোহলির হাঁটুতে চোট লাগে। জানা গিয়েছে, প্র্যাকটিস চলাকালীন ফাস্ট বোলারের বল আছড়ে পড়ে কোহলির হাঁটুতে। সঙ্গে সঙ্গেই ট্রেনিং বন্ধ করে দেন বিরাট। চলে আসেন ফিজিও। হাঁটুতে স্প্রে করা হয়, ব্যান্ডেজ বাঁধা হয়। হাঁটুতে চোট লাগার পরে কোহলিকে আর ব্যাটিং করতে দেখা যায়নি। 

তবে ভারতের তারকা ব্যাটারের চোট বিশেষ গুরুতর নয় বলেই জানানো হয়েছে ভারতের তরফে। ফাইনালেও নামবেন বিরাট কোহলি। বিরাট যে ফাইনালে ভারতের অন্যতম ভরসা, তা বলাই বাহুল্য। 

ভারত এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত। গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছেই হারতে হয়েছে কিউয়িদের। সেই ম্যাচে পাখির মতো শরীর ছুড়ে দিয়ে কোহলির ক্যাচ ধরেছিলেন গ্লেন ফিলিপস। গত ম্যাচের ব্যর্থতা ৃ ফাইনালে কাটিয়ে উঠতে চাইবেন বিরাট। 

ফাইনাল সম্পূর্ণ অন্য ধরনের ম্যাচ। এই ম্যাচে নির্দিষ্ট দিনে যে দল ভাল খেলবে ম্যাচ তার। তবে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচে সবার নজরে যে থাকবেন কিং কোহলি, তা বলাই বাহুল্য।