আজকাল ওয়েবডেস্ক: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে সে়ঞ্চুরির পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালেও ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি।
রবিবারের ফাইনালেও কি কোহলির কাছ থেকে বিরাট ইনিংস দেখা যাবে? ফাইনালের মেগাযুদ্ধে নামার আগে কোহলির সামনে একাধিক নজিরের হাতছানি।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানের মালিক এখন ইংল্যান্ডের বেন ডাকেট (২২৭)। কোহলি তাঁর থেকে ১০ রান পিছিয়ে। ভারতের তারকা ব্যাটারের নামের পাশে লেখা ২১৭ রান। ফলে ফাইনালে কোহলির ব্যাট গর্জে উঠলে তিনি হয়ে যেতে পারেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক। অবশ্য সেই দৌড়ে রয়েছেন রাচীন রবীন্দ্রও (২২৬)।
শুধু এই নজির নয়, আরও একটি রেকর্ডের হাতছানি কোহলির সামনে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানের মালিক এখনও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল। ১৭ ম্যাচে ১৭ ইনিংসে তাঁর ঝুলিতে সংগ্রহ ৭৯১ রান। কোহলি ১৭টি ম্যাচে ১৬ ইনিংসে করেছেন ৭৪৬ রান। রবিবার আর ৪৬ রান করতে পারলেই নতুন মাইলফলক কোহলির।
ফাইনালের আগে আরও একটি মাইলফলকের সামনে বিরাট। আর ৫৫ রান করতে পারলে নতুন নজির কোহলির। শ্রীলঙ্কার প্রাক্তন তারকা কুমার সঙ্গকারাকে পিছনে ফেলে ওয়ানডেতে সর্বোচ্চ রান করার নিরিখে দু'নম্বরে উঠে আসবেন কোহলি। ৩৮০ ইনিংসে ১৪,২৩৪ রানের মালিক সঙ্গকারা। কোহলি ২৮৯ ইনিংসে ১৪,১৮০ রান করেছেন। সবার আগে শচীন রমেশ তেণ্ডুলকর। ৪৫২ ইনিংসে ১৮, ৪২৬ রান শচীনের। ফাইনালে কোহলির দু'নম্বরে উঠে আসার সোনার সুযোগ।
