আজকাল ওয়েবডেস্ক: মঞ্চ তৈরি। আট মাসের মধ্যে দ্বিতীয় আইসিসি ট্রফি জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। মরুশহরে ফেভারিট হয়েই নামবেন রোহিতরা। গ্রুপ পর্বে নির্ভুল পারফরম্যান্স গৌতম গম্ভীরের দলের। সেই ধারাবাহিকতা বজায় ছিল সেমিফাইনালেও। অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করে রোহিত অ্যান্ড কোম্পানি। অন্যদিকে পাকিস্তানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুবাইয়ে ফাইনাল খেলতে এসেছে নিউজিল্যান্ড। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁদের একমাত্র হার ভারতের বিরুদ্ধে। পাঁচ উইকেট নেন বরুণ চক্রবর্তী। ফাইনালে ক্রিকেট পণ্ডিতদের ফেভারিট টিম ইন্ডিয়া। রোহিতদের এগিয়ে রাখছেন ব্র্যাড হগ। তবে দু'বারের বিশ্বকাপজয়ী তারকা এমন একজনের নাম করলেন, যে কিউয়িদের জন্য গেম চেঞ্জার হতে পারে।
হগ বলেন, 'অবশ্যই ভারত ফেভারিট। কারণ ওরা চারটে ম্যাচ দুবাইয়ে খেলে ফেলেছে। তবে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ শক্তিশালী। তাঁদের দলে ভাল ব্যাটার রয়েছে যারা স্পিন খেলতে পারে। টম লাথাম বাঁ হাতি স্পিনারদের বিরুদ্ধে ভাল। বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবকেও সামলে দিতে পারবে। এদের সামলাতে ও সুইপ শট কাজে লাগাতে পারে। আমার মতে নিউজিল্যান্ডের তুরুপের তাস লাথাম।' দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে হেনরিচ ক্লাসেনের ক্যাচ নেওয়ার সময় কাঁধে চোট পান ম্যাট হেনরি। কিউয়িদের প্রধান পেসার তিনিই। তিনি খেলতে না পারলে ভারতের জন্য বড় অ্যাডভান্টেজ হবে বলে মনে করেন প্রাক্তন অজি তারকা। হগ বলেন, 'দুবাইয়ে ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলার জন্য যথেষ্ট মিচেল স্যান্টনার এবং মাইকেল ব্রেসওয়েল। নিউজিল্যান্ডের একমাত্র চিন্তা থাকবে ম্যাট হেনরিকে নিয়ে। ও ফাইনালের আগে ফিট না হতে পারলে ভারতের সুবিধা হবে। অনায়াসে ম্যাচ জিততে পারবে। কিন্তু ও থাকলে, আমার মতে কিছুটা পাল্লাভারী হবে কিউয়িদের।' সেমিফাইনালের আগে স্যান্টনার জানান, হেনরি অনিশ্চিত। শেষপর্যন্ত তিনি খেলতে না পারলে বড় ধাক্কা খাবে নিউজিল্যান্ড।
