আজকাল ওয়েবডেস্ক: রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। তার আগে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। জানালেন, ‘দলের সকলেই ভাল খেলছে, ভাল খেলা হবে। এই টুর্নামেন্টে ভারত এখনও অপরাজেয়। টিম ইন্ডিয়া দারুণ ফর্মে আছে। ভারতের জেতার সম্ভাবনাই বেশি’। শনিবার বিকেলে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোয়ের ডাকে মধ্যমগ্রামে এমএলএ কাপের ফাইনাল ম্যাচে উপস্থিত হন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেখানে উপস্থিত ক্রিকেটারদের সঙ্গেও দেখা করেন তিনি। এদিন মাঠে এসে পেলেয়ার দের সঙ্গে হাত মেলান। জানান, ‘এত ভাল মাঠে ফুটবল খেলা হচ্ছে, পাশাপাশি এত দর্শক খুব ভাল লাগছে’।
রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের জয়ের প্রসঙ্গে মহারাজ জানান, ‘এই টুর্নামেন্টে ভারত টানা জিতছে। দলের খেলোয়াড়দের পরিবর্তনের কোন দরকার নেই’। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মার অবসর নিয়ে একাধিক জল্পনা দেখা দিয়েছে। এই প্রসঙ্গে সৌরভ জোরালো ভাবে রোহিতের পাশে দাঁড়ান। তিনি বলেন, ‘রোহিত ভাল ফর্মে আছে। ছ’মাস আগে রোহিতের নেতৃত্বেই ভারত ওয়ার্ল্ড কাপ জিতল’। বিগত দিনের পরিসংখ্যান তুলে মহারাজ বলেন, ‘রোহিতের এখন অবসর নেওয়ার কোনও কারণই নেই। কেন অবসর নেবে’। তবে বাংলার ক্রিকেট নিয়ে তেমন কোনও মন্তব্য করতে চাননি ভারতের প্রাক্তন অধিনায়ক। পাশাপাশি মহারাজ জানান, ‘বায়োপিকের কাজ চলছে ডিসেম্বরে মুক্তি পাবে’।
