আজকাল ওয়েবডেস্ক: দুবাইয়ে মহারণ। চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল। সেই ফাইনালেই ৫ হাজার কোটি টাকা পর্যন্ত বাজি ধরা হয়েছে বলেই সূত্রের খবর।
বিশ্ব ক্রিকেটে ভারত এখন জনপ্রিয় দল। অনেক বুকিই ভারতের উপরে বাজি ধরে। জানা যাচ্ছে, অন্ধকার জগতের সঙ্গে যুক্ত রয়েছে অনেক বুকি।
এ তো জানা কথাই, প্রায় প্রতিটি মেগা ম্যাচের আগে বিশ্বের তাবড় তাবড় বুকিরা একত্রিত হন দুবাইয়ে। একসময়ে শারজার ভারত-পাক ম্যাচে এরকম বুকিদের কথা শোনা যেত। মরুশহর উত্তেজিত ভারত-নিউ জিল্যান্ড ফাইনাল নিয়ে। সেই ম্যাচেই পাঁচ হাজার কোটি টাকা পর্যন্ত বাজি ধরা হয়েছে বলে খবর।
ভারতের ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে জুয়াড়িদের তৎপরতা বাড়ে। আর আইসিসি ইভেন্ট হলে তা বেড়ে যায় বহুগুণে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ দুবাইয়ে হওয়ায় সেখানে আন্তর্জাতিক বুকিদের তৎপরতাও বেশি। যে কারণে ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও তৎপর রয়েছে তারা।
এবার ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচের আগেও বাজি ধরা নিয়ে তৎপরতা দেখা গিয়েছে জুয়াড়িদের মধ্যে। আর সেই অভিযোগে অন্তত ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে দিল্লির অপরাধ বিভাগ। ভারতের সেমিফাইনাল চলাকালীন জুয়ায় জড়িত ছিলেন তারা। জিজ্ঞাসাবাদ করে অনুসন্ধানী দল দুবাই পৌঁছে গিয়েছে।
পুলিশের হাতে ধরা পড়া দুই বুকি পারভিন কোচার ও সঞ্জয় কুমার ভারত-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচে বেটিং করেছিলেন। তাদের মোবাইল-ল্যাপটপ-সহ ধরে পুলিশ।
