আজকাল ওয়েবডেস্ক: রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। আমনে সামনে ভারত ও নিউজিল্যান্ড। গ্রুপের ম্যাচে ভারত হারিয়েছিল নিউজিল্যান্ডকে। কিন্তু রবিবার একেবারে নতুন লড়াই।
 
 দেখে নেওয়া যাক ফাইনাল ম্যাচটি কখন শুরু হবে। টস হবে ক’টায়? জেনে নিন কোন কোন চ্যানেলে ও অনলাইনে খেলা দেখা যাবে।
 
 ৯ মার্চ অর্থাৎ রবিবার খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে। ফাইনাল হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টস অনুষ্ঠিত হবে খেলা শুরুর ৩০ মিনিট আগে অর্থাৎ দুপুর দুটোয়।
 
 ফাইনাল ম্যাচ সরাসরি দেখা যাবে ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস–১, স্টার স্পোর্টস–১ হিন্দি, স্টার স্পোর্টস–২ এবং স্পোর্টস–১৮ ওয়ান চ্যানেলে। টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব রয়েছে জিওহটস্টারের হাতে। সম্পূর্ণ বিনা পয়সায় খেলা দেখা যাবে জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে। এছাড়া ম্যাচের যাবতীয় খবর ও আপডেট পাবেন আজকাল ডট ইনে। 
 
 ভারত ও নিউজিল্যান্ড একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১১৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে এখনও অবধি। ৬১টি ম্যাচ জিতেছে ভারত। ৫০টি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। একটি ম্যাচ টাই ও সাতটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
