আজকাল ওয়েবডেস্ক: তাঁর কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অভিশপ্ত হয়েই রইল। পুরো ফাইনাল আর খেলা হল না নিউ জিল্যান্ডের তারকা কেন উইলিয়ামসনের। 

নিজে ব্যাটিং করেছেন। কিন্তু ভারত যখন রান তাড়া করছে তখন নিউজিল্যান্ডের তারকা কেন উইলিয়ামসন মাঠের বাইরে। কোয়াড্রিসেপ পেশিতে টান ধরায় পুরো ফাইনালটাই আর খেলতে পারলেন না।  

১৪ বছরের বেশি সময় ধরে ওয়ানডে খেলছেন কেন উইলিয়ামসন। একসময়ে ফ্যাব ফোরের অন্তর্গত ছিলেন তিনি। তিনটি আইসিসির ফাইনালে অংশ নিয়েছেন। কিন্তু ফাইনাল হলেই তাঁর সঙ্গী কেবল ব্যর্থতা। ফাইনালে তাঁর  সর্বোচ্চ রান ৩০। 

২০১৯ বিশ্বকাপে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন এই তিরিশ রান। এদিন ভারতের বিরুদ্ধে ফাইনালে সেই ব্যর্থতাই তাড়া করল তাঁকে। আরও খারাপ যেটা হল দ্বিতীয় ইনিংসে তিনি ছিটকেই গেলেন চোটের লাল চোখ দেখে। 

?ref_src=twsrc%5Etfw">March 9, 2025

 

১১ রানে কুলদীপের মায়াজালে বিদ্ধ হলেন উইলিয়ামসন। প্রশ্ন তুলে দিয়ে গেলেন, এর পরেও কি দেখা যাবে তাঁকে? ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ। এরপর ২০২৯ সালে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। উইলিয়ামসন কি ততদিন পর্যন্ত তাঁর ওয়ানডে কেরিয়ারকে প্রলম্বিত করতে পারবেন?

ফাইনাল হলেই অবধারিত ভাবে তিনি ব্যর্থ হবেন, এ যেন দস্তুর হয়ে গিয়েছে।  ২০১০ সালে ডাম্বুলায় ভারতের বিরুদ্ধে ওয়ানডে অভিষেক হয়েছিল উইলিয়ামসনের। ২০১৫ সালে ফাইনাল খেলেন। তিন নম্বরে নেমে ৩৩ বলে মাত্র ১২ রান করেন উইলিয়ামসন।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে করেন ৩০ রান। অথচ ফাইনালের আগে পর্যন্ত তাঁর ব্যাট কথা বলেছিল। ৫৪৮ রান করেছিলেন তিনি। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁর ব্যাট কথা বলছিল। লাহোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫তম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে দুরন্ত ৮১ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু ফাইনালে তাঁর ব্যাট গর্জে উঠল না।

ব্যাটে রান নেই, তার উপরে চোট আর নামতেই দিল না দ্বিতীয় ইনিংসে। তাঁর পরিবর্তে মার্ক চ্যাপম্যান ফিল্ডিং করছেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় ইনিংসে কেন উইলিয়ামসন ফিল্ডিং আর করবেন না। কোয়াড স্ট্রেনের জন্যই তিনি আর নামতে পারলেন না।  ৫টি ম্যাচে ২০০ রান করে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করলেন উইলিয়ামসন। মোক্ষম সময়ে উইলিয়ামসনের রথের চাকা বসে গেল।