আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের জোরদার প্রস্তুতিতে ভারত এবং নিউজিল্যান্ড। শুক্রবার বিশেষ প্র্যাকটিসে ডুবে গেলেন বিরাট কোহলিরা। মিচেল স্যান্টনার এবং মাইকেল ব্রেসওয়েলের কথা মাথায় রেখে বাঁ হাতি স্পিন এবং অফ স্পিনের বিরুদ্ধে আলাদা প্রস্তুতি চলে ভারতীয় ব্যাটারদের‌। টপ এবং মিডল অর্ডার বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজার মোকাবিলা করে। তারপর স্থানীয় স্পিনারদের বিরুদ্ধেও ব্যাট করে। ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বে মাত্র এক উইকেট পেলেও বেশি রান দেননি স্যান্টনার। তবে ব্রেসওয়েল যথেষ্ট রান গলান।‌ এখনও পর্যন্ত কিউয়ি স্পিন জুটি চার ম্যাচে ১৩ উইকেট নিয়েছে। রচিন‌ রবীন্দ্রও ভাল বল করছে। 

দুবাইয়ের পিচ স্পিন সহায়ক। তাই কোনও সুযোগ নিতে চায় না ভারতীয় ব্যাটাররা। ব্যাটিং কোচ সিতাংশু কোটাক জানান, দুবাইয়ের পিচ স্লো বোলারদের সাহায্য করবে। জানান, পিচে খুব বেশি পরিবর্তন হয় না। সাধারণত ওপেনিং ভাল হচ্ছে ভারতের। রোহিত অল্প রানে ফিরে গেলেও দ্রুত রান তুলে টেম্পো তুলে দিচ্ছেন। ফর্মে রয়েছেন শুভমন গিল। ওপেনাররা ব্যর্থ হলে, মিডল অর্ডার খেলে দিচ্ছে। ঠিক যেমন আগের ম্যাচে দেখা গিয়েছে। ফাইনালেও দুবাইয়ের উইকেটের চরিত্র এক থাকবে। বিপক্ষে স্যান্টনারের মতো স্পিনার রয়েছে। কয়েক মাস আগে ঘরের মাঠে টেস্টে তাঁকে খেলতে ল্যাজেগোবরে হয় ভারতীয় ব্যাটাররা। তাই মেগা ফাইনালের আগে কোনওরকম ঝুঁকি নিতে চায় না ম্যানেজমেন্ট। তাই এদিন স্পিনারদের বিরুদ্ধে বিশেষ প্র্যাকটিস করলেন কোহলিরা।