আজকাল ওয়েবডেস্ক: দুবাইয়ের মেগা ফাইনালে কী হবে, কেউ জানেন না। কিন্তু ফাইনালের আগে রেকর্ড কিন্তু ভারতের হয়েই কথা বলছে। ২০১১ সাল থেকে অনুষ্ঠিত আইসিসি টুর্নামেন্টগুলোতে ভারতই সবচেয়ে ধারাবাহিক। একে টিম ইন্ডিয়া। দু'নম্বরে নিউ জিল্যান্ড।
২০১১ সাল থেকে অনুষ্ঠিত আইসিসি-র সাদা বলের টুর্নামেন্টে ৮৬টি ম্যাচের মধ্যে ৭০টিতেই জিতেছে ভারত।
অস্ট্রেলিয়া ৭৭টি ম্যাচের মধ্যে জিতেছে ৪৯টিতে। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাও ৭৭টি ম্যাচে ৪৫টিতে জয় পেয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও নিউ জিল্যান্ড মুখোমুখি। ২৫ বছর পরে ফের মুখোমুখি দুই দল। ২০০০ সালে জিতেছিল কিউয়িরা। চলতি টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে হার মেনেছে কিউয়িরা।
২০১১ সালের পর আইসিসি টুর্নামেন্ট হয়েছে ১৪টি। এর মধ্যে ভারত শুধু দু'বার নক আউট পর্বে পৌঁছতে পারেনি। ২০১২ ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত নক আউটের ছাড়পত্র জোগাড় করতে পারেনি। এক ডজন বার নক আউটে পৌঁছে ভারত চার বার সেমিফাইনালে হার মেনেছে। পাঁচবারের রানার্স আপ ভারত। খেতাব জিতেছে তিনবার।
নিউ জিল্যান্ডও ধারাবাহিক। কিউয়িরা আট বার নক আউটে পৌঁছেছে। চারবার সেমিফাইনালে হেরেছে এবং তিনবার রানার্স আপ হয়েছে।
২০২১ সালে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে খেতাব জেতে ব্ল্যাক ক্যাপসরা।
কোনও ম্যাচ না হেরে ভারত নক আউটে গিয়েছে পাঁচবার। গত টি টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনও ম্যাচ না হেরেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ড নকআউটে উঠেছিল কোনও ম্যাচ না হেরেই।
২০১১ সালের পর ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ৩৮টি গ্রুপ পর্বের ম্যাচ খেলেছে। যার মধ্যে মাত্র তিনটিতে হার মেনেছে এবং একটিতে টাই। ভারত শেষবার গ্রুপ পর্বের ম্যাচ হেরেছে ২০১৯ বিশ্বকাপে। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। এরপর টানা ১৪টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া।
