আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবাসরীয় ফাইনাল। ভারতের সামনে নিউ জিল্যান্ড। মেগা ম্যাচের আগে কিউয়ি শিবিরকে পরামর্শ দিচ্ছেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। যদিও তিনি বলছেন, ভারত এই ফাইনালে এগিয়ে ৭০ শতাংশ। তবুও কিউয়িদের জন্য  পাক টিভিতে শোয়েব মালিকের সঙ্গে আলাপচারিতার সময়ে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের দাওয়াই, ''ভুলে যেতে হবে যে তোমাদের সামনে ভারত। ভুলে যেতে হবে তোমরা আন্ডারডগ। তোমরা শক্তিতে পিছিয়ে রয়েছো, এটাও ভুলতে হবে। স্যান্টনারের বিশ্বাস রয়েছে। ওর মধ্যে এই ব্যাপারটা আমি লক্ষ্য করেছি। অধিনায়ক হিসেবে ও খেতাব জিততে চাইবে।'' 

ফাইনালের আগে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছে ভারত ও নিউ জিল্যান্ড। সেই ম্যাচে খুব সহজেই ভারত ম্যাচটা জিতেছে। সেই জয়ের পিছনে অবদান ছিল বরুণ চক্রবর্তীর। পাঁচ উইকেট নিয়ে তিনি কিউয়িদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। ফাইনালে ফের ভারতের সামনে কিউয়িরা। 

ইদানীং কালে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচ মানেই ঘটনার ঘনঘটা। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। তার পরে ২৫ বছর পরে ফের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউ জিল্যান্ড। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মার্টিন গাপ্তিলের থ্রো স্বপ্ন ভেঙেছিল ভারতের। সেটাই ছিল মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ। আবার ঘরের মাঠে কিউয়িদের কাছে টেস্ট সিরিজ হেরেই ভারত খেলতে গিয়েছিল বর্ডার-গাভাসকর ট্রফিতে। সেখানে গিয়ে বিধ্বস্ত হয়েছিল ভারত।

কিন্তু এবার বদলে গিয়েছে ফরম্যাট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছুটছে ভারত। শিরস্ত্রাণ মাথায় তুলতে আর এক কদম দূরে রোহিত শর্মা। গোটা দেশ প্রার্থনায়। এই প্রেক্ষিতে শোয়েব আখতার কিউয়িদের গেমপ্ল্যান ছকে দিয়ে বলছেন, ''সঠিক সময়ে সঠিক কাজটা করতে হবে। ওদের আক্রমণ আগেই নষ্ট করতে হবে। রোহিত শর্মা শুরু থেকেই আক্রমণের রাস্তা নেবে। স্যান্টনারকে ওই আক্রমণ করবে। আমি বলবো ভারতের সম্ভাবনা এই ম্যাচে ৭০-৩০। তবে সেরা খেলাটা তুলে ধরতে পারলে ম্যাচটা নিউ জিল্যান্ডও জিততে পারে।'' 

কী হবে, তার উত্তর দেবে সময়। ধুন্ধুমার এক ফাইনালের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।