আজকাল ওয়েবডেস্ক:‌ রবিবার ফাইনাল দুবাইয়ে। ভারত–নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটাবে না তো?‌ কেমন থাকবে রবিবার দুবাইয়ের আবহাওয়া?‌ 


সেখানকার আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার দুবাইয়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনকী ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও নেই। অর্থাৎ পুরো ১০০ ওভারের খেলাই হবে। আরও জানানো হয়েছে, খেলা শুরুর সময় তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে সন্ধের দিকে তাপমাত্রা কমার ইঙ্গিত রয়েছে। আপেক্ষিক আদ্রতাও সন্ধের দিকে অনেকটা কমবে। হতে পারে ৫০ শতাংশ।


তবে ভারতীয় সময় দুপুর তিনটে থেকে দুবাইয়ে কিছুটা মেঘলা আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। যা দিনের বাকি সময় অব্যাহত থাকবে। সময় যত এগোবে ততই তাপমাত্রা কমবে। সন্ধের দিকে শিশির প্রত্যাশিতভাবে পড়বে না। ফলে বল গ্রিপ করতে স্পিনারদের সমস্যা হওয়ার কথা নয়। হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ২০ কিলোমিটার। বোঝাই যাচ্ছে দুবাইয়ের আবহাওয়া রবিবার খেলার জন্য একেবারেই অনুকূল থাকবে।


রবিবারের আবহাওয়া দেখে যা মনে হচ্ছে টস ম্যাচে খুব একটা প্রভাব ফেলবে না। তাই টস বড় একটা ফ্যাক্টর হওয়ার কথা নয়। যদিও চলতি টুর্নামেন্টে রোহিত একটি ম্যাচেও টস জিততে পারেননি। ফাইনালে রোহিতের টস ভাগ্য বদলায় কিনা দেখার।