আজকাল ওয়েবডেস্ক:‌ বৃষ্টিতে ভেস্তে যাবে না তো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ?‌ রাওয়ালপিন্ডিতে বৃষ্টির জন্য এখনও টসই হয়নি।


প্রসঙ্গত, এই দুই দলই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়া রেকর্ড রান তাড়া করে হারিয়ে দেয় ইংল্যান্ডকে। আর আফগানদের হারিয়েছে প্রোটিয়ারা। তাই এই দুই দলের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ সেমিফাইনাল লড়াইয়ের জন্য। আর বৃষ্টির জন্য ম্যাচ যদি ভেস্তে যায়, তাহলে দুই দলই পাবে ১ পয়েন্ট করে। হবে দু’‌দলেরই তিন পয়েন্ট। 


দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। আর অস্ট্রেলিয়া অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে। তাই এই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কিছুটা সুবিধা বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ারই।


এখনও কভার রয়েছে মাঠে। চলছে বৃষ্টি। 


অস্ট্রেলিয়া দলে এবার চোটের জন্য নেই স্টার্ক, কামিন্স, হ্যাজলেউড ও মার্শ। টুর্নামেন্টের আগেই অবসর ঘোষণা করেন স্টোইনিস। তারপরেও অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ছিল দুর্দান্ত।