আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কারমূল্য ঘোষণা করল আইসিসি। ২০১৭ সালের পর ফের হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আট দলের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ২০ কোটি ৮০ লক্ষ টাকা। রানার্স দল পাবে ১০ কোটি ৪০ লক্ষ টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৫ কোটি ২০ লক্ষ টাকা করে। পঞ্চম ও ষষ্ঠ স্থানাধিকারী দল পাবে যথাক্রমে ৩ কোটি টাকা করে। সপ্তম ও অষ্টম স্থানাধিকারী দল পাবে ১ কোটি ২০ লক্ষ টাকা করে। আর গ্রুপ পর্বের জয়ী দলকে দেওয়া হবে ২৯ লক্ষ টাকা করে। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রতিটি দলকে দেওয়া হবে আরও ১ কোটি ৬২ লক্ষ টাকা করে।
২০১৭ সালের চেয়ে এবার পুরস্কারমূল্য বেড়েছে প্রায় ৫৩ শতাংশ।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের পর ফের আইসিসি টুর্নামেন্টের আসর বসছে পাকিস্তানে। তবে হাইব্রিড মডেলে ভারত খেলবে দুবাইয়ে। আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত সব ম্যাচই খেলবে দুবাইয়ে। এমনকি ফাইনালে উঠলেও সেই খেলা হবে দুবাইয়ে।
জানা গেছে ২০২৭ সাল থেকে শুরু হবে মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফি। খেলা হবে টি২০ ফর্ম্যাটে।
