আজকাল ওয়েবডেস্ক: ফাইনালে উঠতে ভারতের চাই ২৬৫। অস্ট্রেলিয়া থেমে গেল ২৬৪ রানে। একটা সময় মনে হচ্ছিল হয়ত ৩০০ প্লাস রান উঠে যাবে। কিন্তু সামি, বরুণ, হার্দিকদের সৌজন্যে ম্যাচে ফিরল ভারত। সেরা বোলার এদিন অবশ্যই মহম্মদ সামি। পেলেন ৩ উইকেট। বরুণ ও হার্দিকের দুটি করে উইকেট।
টস জিতে শুরুতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। খেলার প্রথম ওভারেই আউট হতে হতে বেঁচে যান ট্রাভিস হেড। সামি ক্যাচ ফস্কান। তারপর কিছুটা মারমুখী হলেও প্রথম ওভার করতে এসেই ভারতের মাথাব্যথাকে ফেরান বরুণ। হেড ফেরেন ৩৯ রানে। তার আগে অবশ্য ফিরে যান ওপেনার কুপার কনোলি। তিনি সামির শিকার। শর্ট চোটের জন্য ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু দাগ কাটতে হলেন ব্যর্থ।
ইনিংস সাজানোর কাজে হাত দেন অধিনায়ক স্মিথ ও লাবুসেন। স্মিথ করেছেন ৭৩। কিন্তু ৩৬ রানের মাথায় স্মিথের ক্যাচ পেলেন সামি। অক্ষরের বল উইকেটে লাগলেও বেল না পড়ায় বেঁচে যান অজি অধিনায়ক। শেষমেশ ৭৩ করে বোল্ড হন সামির বলে। আর লাবুসেন করেন ২৯। এলবিডবলিউ হন জাদেজার বলে। জস ইংলিশ এদিন রান পাননি। তবে দলের রানকে আড়াইশো টপকাতে সাহায্য করেন অ্যালেক্স ক্যারি। তিনি ৫৭ বলে ৬১ রানের ইনিংস খেলে যান। শ্রেয়সের দুরন্ত থ্রোয়ে রান আউট না হলে ভারতের ভোগান্তি আরও বাড়ত। ম্যাক্সওয়েল (৭) বেশিক্ষণ টেকেননি।
জবাবে ব্যাট করতে নেমেছে ভারত।
