আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত–অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড–দক্ষিণ আফ্রিকা। খেলা হবে লাহোরে। আর ভারত মঙ্গলবার খেলবে দুবাইয়ে।


এখন যদি দুটো ম্যাচই যায় বৃষ্টিতে ভেস্তে তাহলে কী হবে?‌ আইসিসি জানিয়ে দিয়েছে সেমিফাইনাল ও ফাইনালের জন্য থাকছে রিজার্ভ ডে। মঙ্গলবার খেলা না হলে হবে বুধবার। আর বুধবার বৃষ্টি হলে হবে বৃহস্পতিবার। এমনকী ৯ মার্চ ফাইনাল বৃষ্টিতে বিঘ্নিত হলে তা হবে সোমবার। 


আর সেখানেও ফয়সালা না হলে গ্রুপের শীর্ষে থাকা দল চলে যাবে ফাইনালে। আর ফাইনালের ক্ষেত্রে রিজার্ভ ডেও যদি বৃষ্টিতে ভেস্তে যায় সেক্ষেত্রে ট্রফি শেয়ার করে দেওয়া হবে দুই ফাইনালিস্ট দলের মধ্যে। প্রতি নকআউট ম্যাচের জন্য অতিরিক্ত সময় ধরা হয়েছে। অন্তত এক ঘণ্টা। আর ফাইনালের ভেন্যু ঠিক হবে প্রথম সেমিফাইনালের পর। ভারত জিতলে খেলা হবে দুবাইয়ে। আর হেরে গেলে লাহোরে।


এটা ঘটনা, নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত খেলতে যায়নি পাকিস্তানে। হাইব্রিড মডেলে খেলা হচ্ছে পাকিস্তানে। বারত তিন ম্যাচ জিতেই চলে গেছে সেমিফাইনালে। মঙ্গলবার খেলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।